মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :
তারাবি নিয়ে ১০ হাফেজর অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার লালমাটিয়ায় দুই তরুণীকে সিগারেট খেতে না করা সেই রিংকুকে গ্রেফতার ‘অপরাধের সাম্প্রতিক ব্যাপকতার পেছনে পরাজিত শক্তির রাজনীতি ক্রিয়াশীল' একদিনে ২৯ হাজার কুরআনের কপি বিতরণ সৌদি আরবের ‘দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’ নির্মাণাধীন ভবনের কাঠ পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

কেন্দ্রে যাওয়ার পথে এসএসসি পরীক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কেন্দ্রে যাওয়ার পথে ইজিবাইক (থ্রি হুইলার) উল্টে সাবেরুল ইসলাম সাগর (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত সাগর পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট এলাকার মজিবর রহমানের ছেলে। তিনি কালুরহাট কেসি উচ্চ বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে সাবিরুল তার আট সহপাঠীর সাথে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইজিবাইকে কালীগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। রাস্তায় বেঁধে রাখা একটি ছাগল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় থ্রি-হুইলারটি। এ সময় সাগরসহ চার পরীক্ষার্থী আহত হয়।

এদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাগরের মৃত্যু হয়। আহত অন্য তিন পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষায় অংশ নেন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আফিয়া ফারজান বলেন, অতিরিক্ত রক্তপাতের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সাগরের মৃত্যু হয়। চালকসহ অন্য যাত্রীরা সামান্য আহত হন।

দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী সাগরের নিহতের খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে নিহত পরীক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ