শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১ চৈত্র ১৪৩১ ।। ১৪ রমজান ১৪৪৬


আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরী রহ. এর নাতি মাওলানা নাসিম আখতার শাহর ইন্তিকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।
নির্বাহী সম্পাদক>

আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরী রহ. এর নাতি দারুল উলুম ওয়কফ দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, লেখক, গবেষক মাওলানা নাসিম আখতার শাহ ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

ভারতীয় কয়েকটি গণমাধ্যমের খবর অনুযায়ী মাওলানা নাসিম আখতার শাহ ১৯৬০ সালে জন্ম গ্রহণ করেন। ভারতীয় লেখক ও আলেম হিসেবে তিনি বিশ্ব দরবারে পরিচিত ছিলেন।

তিনি আল্লামা আজহার শাহ কায়সারের পুত্র ও বিখ্যাত মুহাদ্দিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরীর নাতি। তিনি আগ্রার ডক্টর ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। হরফ তাবান্দা, খুশবু কি মানেন্ট আদমি, কিয়া ইয়ে লুগ ও মেরে আফাদ কা দারুল উলূমের মতো প্রসিদ্ধ অনেক গ্রন্থ রচনা করেন।

আজ বিকেল তিনটার দিকে তিনি নিজস্ব বাস ভবনে ইন্তিকাল করেন। সূত্র: উইকিপিডিয়া, আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ