বুধবার, ১২ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১২ রমজান ১৪৪৬

শিরোনাম :
তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার লালমাটিয়ায় দুই তরুণীকে সিগারেট খেতে না করা সেই রিংকুকে গ্রেফতার ‘অপরাধের সাম্প্রতিক ব্যাপকতার পেছনে পরাজিত শক্তির রাজনীতি ক্রিয়াশীল' একদিনে ২৯ হাজার কুরআনের কপি বিতরণ সৌদি আরবের ‘দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’ নির্মাণাধীন ভবনের কাঠ পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

কুমিল্লা থেকে ‘হিজরতে’ যাচ্ছিল আরও ৪ কিশোর, ফিরিয়েছে র‌্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা থেকে একই সময়ে রহস্যজনকভাবে সাত তরুণ ঘর ছাড়ার পর আরও চার কিশোর তাদের পথ ধরেছিল বলে জানিয়েছে এলিট ফোর্স র‌্যাব। তবে সংস্থাটির তৎপরতায় তাদের ফেরানো সম্ভব হয়েছে। এরই মধ্যে ওই চার কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা কম বয়সি হওয়ায় তাদের নাম প্রকাশ করেনি র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘২৩ আগস্ট কুমিল্লা থেকে সাত তরুণ রহস্যজনক নিখোঁজের দুদিন পর পরিবারগুলো তাদের কাছে অভিযোগ জানান। এরপরই র‌্যাবের গোয়েন্দা শাখা তাদের বিষয়ে তদন্ত শুরু করে। তদন্তে নেমে দেখা যায়, ওই সাতজন জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে ঘর ছেড়েছে। তাদের মতো আরও চার কিশোর ঘর ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। যদিও তাদের ঠেকানো গেছে।’

কমান্ডার মঈন বলেন, ‘গত ৬ সেপ্টেম্বর চার কিশোরকেই তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে র‌্যাব সব সময় এদের দিকে নজরদারি অব্যাহত রাখবে।’

এর আগে গত ২৩ আগস্ট কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে সরতাজ ইসলাম ওরফে নিলয়, মো. ইমতিয়াজ আহম্মেদ ওরফে রিফাত, নিহাল আবদুল্লাহ, আমিনুল ইসলাম ওরফে আল আমিন, ইমরান বিন রহমান ওরফে শিথিল, আস সামী ও হাসিবুল ইসলাম হিজরতের উদ্দেশ্যে ঘর ছাড়েন। আজ ১০ সেপ্টেম্বর পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। তাদের অবস্থান শনাক্তে পুলিশের জঙ্গিবিরোধী বিশেষায়িত ইউনিটগুলো তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে আরও চার কিশোরের ঘর ছাড়ার প্রস্তুতির কথা জানা গেল।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ