শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

‘মুতালা’বান্ধব পরিবেশ তৈরিতে এক শায়েখের ত্যাগ ও কোরবানির গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতি আব্দুল মাজিদ ||

মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহর সঙ্গে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় সফরে যাওয়ার সুযোগ হয়ে থাকে ৷ সফরে জীবন সংশোধনের অসংখ্য উপাদান ও পাথেয় হুজুরের থেকে সংগ্রহ করে থাকি, একটি পাথেয় সংগ্রহের গল্প আজকে শুনাব ৷

গত ২০২১ সালের ৩১ ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিন চুয়াডাঙ্গা জেলার উলামায়ে কেরামের দাওয়াতে সেখানে হুজুরের সোহবতে যাওয়ার সুযোগ হয়েছিল ৷ দুটি প্রোগ্রামে হুজুর বয়ান করেছিলেন ৷

একটি হলো আসরের পরে বুজুর্গগড়ি মাদ্রাসায় ওলামাদের মজলিসে ‘একজন আলেমের গুণাবলী ও বৈশিষ্ট্য’র ওপর হুজুর গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন ৷ দ্বিতীয়টি হল, চুয়াডাঙ্গা শহরের একটি ময়দানে বাদ এশা সাধারণ মুসলমানদের উদ্দেশ্যে কিছু দ্বীনী কথা বলেছিলেন ৷

বিদায় সময় চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সভাপতি ও সেক্রেটারী বন্ধুবর জুনায়েদ ভাই ও মোস্তফা কামাল ভাই হুজুরের হাতে ৩০০০০ টাকার একটি খাম হাদিয়া হিসেবে পেশ করলেন ৷ হুজুর খামটা হাতে পেয়ে জিজ্ঞাস করলেন আপনাদের ওলামা পরিষদের নিজস্ব কোন লাইব্রেরী বা কুতুব খানা আছে কি? তারা বললেন , না ৷ হুজুর বললেন এই টাকাটা দিয়ে এখানে ওলামা পরিষদের উদ্যোগে একটি লাইব্রেরির যাত্রা শুরু করুন ৷

তারা দারুন বিব্রত হল, এবং বলল হুজুর আপনি হাদিয়া নিয়ে যান আমরা লাইব্রেরি করে নিব , কিন্তু হুজুর তা মানলেন না ৷
অবশেষে হুজুর বিজয়ী হলেন এবং তারা টাকাটা ফিরিয়ে নিতে বাধ্য হল, হুজুর তাদের মনজয় করার জন্য দীর্ঘক্ষণ চাপাচাপির পর ১০০০ টাকা গ্রহণ করলেন ৷ আবার হেমায়েতপুরে নেমে আমাকে বাড্ডার একটি গাড়িতে উঠিয়ে ভাড়া হিসাবে সেই টাকা দিয়ে দিলেন ৷ হযরতের এই কাজ থেকে আমাদের শিক্ষণীয় কয়েকটা বিষয় আছে ৷

একটি হচ্ছে , নিজের গাটির থেকে ১০-১৫ হাজার টাকার তেল ও ড্রাইভারের খরচ বহন করে নিঃস্বার্থভাবে দাওয়াতের কাজ করা এবং এখলাসের এমন প্রমাণ দেয়া ৷ এই জন্য আমার কাছে মনে হয়েছে ব্যক্তি মাওলানা আব্দুল মালিকের চেয়ে তার এখলাসের পরিধি আরো বড়।

দ্বিতীয়টি হচ্ছে , মানুষকে কোন কিছু শেখাতে হলে নিজ থেকে কোরবানির মাধ্যমে যাত্রা শুরু করা ৷

তৃতীয় হচ্ছে, বিভিন্ন এলাকায় আমাদের ওলামায়ে কেরামের যে সংগঠনগুলো আছে সেগুলোকে পড়াশোনা ও গবেষণামুখি করার চেষ্টা করা৷

চতুর্থটি হচ্ছে , একজন অভিভাবক হিসাবে তার শিষ্যতুল্যদের মধ্যে কি ঘাটতি আছে সেটা গভীরভাবে পর্যবেক্ষণ করা ও তার সমাধানের নিজ থেকে চেষ্টার উদ্যোগ নেয়া ৷

পঞ্চমটি হচ্ছে, অর্থব্যয়ের সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে কিতাব ক্রয়করা ও ইলম চর্চার উপযুক্ত পরিবেশ তৈরি করা ৷

আল্লাহ তায়ালা এমন দয়ালু বটবৃক্ষদের ছায়া এ জাতির উপরে দীর্ঘ করেন ও তাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করেন।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ