মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

আকস্মিক মৃত্যু আতঙ্ক ও অভিশাপের কোনো বিষয় নয়: মুফতি রফিকুল ইসলাম মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতি রফিকুল ইসলাম আল মাদানি || 

মহান প্রভু আল্লাহ তায়ালা ঘোষণা করেন, ‘প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু।’ (সুরা আলে ইমরান, আয়াত ১৮৫) অন্য আয়াতে তিনি ইরশাদ করেন, ‘তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু তোমাদের পাকড়াও করবেই।’ (সুরা আন নিসা, আয়াত ৭৮)

অনিবার্য সত্য একটি বিষয় হলো, প্রতিটি মানুষের মৃত্যু হবে। মহান প্রভুর একটি বাস্তব নীতি ও অপরিবর্তনীয় বিধান হলো মৃত্যু। এ মৃত্যু থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। রাজা-প্রজা, ধনী-গরিব, ক্ষমতাধর ও অসহায় সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এ মৃত্যু আসবে যথসময়ে, নির্দিষ্ট মেয়াদে। কারও মৃত্যু নির্দিষ্ট সময়ের আগে হবে না, হবে না এক মুহূর্ত পরেও।

আল্লাহ ঘোষণা করেন, ‘প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে, যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা এক মুহূূর্ত পিছে যেতে পারবে না এবং তারা এগিয়েও আসতে পারবে না।’ ( সুরা আল আরাফ, আয়াত ৩৪)

আল্লাহর নির্দেশে প্রতিটি প্রাণীর মৃত্যু হয়। মৃত্যুকালে মানুষের মধ্যে বাহ্যিক কিছু লক্ষণ ও বিভিন্ন কারণ লক্ষ্য করা যায়। কেউ বার্ধক্যের কারণে মারা যায়, অসুস্থতায় অনেকে মারা যাচ্ছে। অনেকে মারা যাচ্ছে কোনো লক্ষণ ছাড়াই।

সাম্প্রতিককালে আকস্মিক মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে বহুগুণে। সুস্থ ও স্বাভাবিক মানুষ হঠাৎ করেই রহস্যজনকভাবে ঢলে পড়ে মৃত্যুর কোলে। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে কেউ কেউ ইহকাল থেকে বিদায় নিচ্ছে। সড়ক দুর্ঘটনা, ভূমিকম্প, বন্যার কারণে মৃত্যুর মিছিল বর্তমানে নিত্যদিনের খবর।

রাজধানীর উত্তরায় গার্ডার চাপা পড়ে তাৎক্ষণিক কয়েকজনের মৃত্যু এবং চট্টগ্রামের সীতাকুন্ডে কনটেইনার ডিপোয় বিস্ফোরণের কারণে অর্ধশত মানুষের প্রাণহাণির ঘটনা গোটা দেশে এক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এহেন পরিস্থিতিতে জনমনে এক ধরনের নীরব আতঙ্ক বিরাজ করছে। আসলে আকস্মিক মৃত্যু আতঙ্কের কিছু নয়। নয় ভয় ও অভিশাপের কোনো বিষয়।

এজন্য জরুরি হলো আল্লাহর আশ্রয় চাওয়া। জরুরি বিপদাপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য পার্থনা করা।

লেখক : গবেষক, ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ