শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

শুধু মক্কা অঞ্চলের ঐতিহাসিক ৫ মসজিদের পুনর্নির্মাণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের মক্কা অঞ্চলের ঐতিহাসিক পাঁচ মসজিদ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান কর্তৃক গৃহিত ঐতিহাসিক মসজিদ উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এ পাঁচ মসজিদ অন্তর্ভুক্ত করা হয়।

মসজিদগুলোর সুরক্ষা, সংস্কার, স্থায়িত্ব ও জলবায়ু পরিবর্তনের মধ্যে স্থাপত্য সৌন্দর্য বজায় রাখতে এই উদ্যাগ নেওয়া হয়।

সৌদি আরবের পাঁচটি ঐতিহাসিক মসজিদ পুনর্নির্মাণ প্রকল্পের তালিকায়পাঁচ মসজিদের মধ্যে প্রথম সংস্কার করা হবে মিনা প্রান্তের জামারাত আল-আকাবায় অবস্থিত আব্বাসি খলিফা আবু জাফর আল-মানসুর নির্মিত আল-বায়াহ মসজিদটি। সংস্কারের পর মসজিদটির আয়তন আগের মতো ৪৫৭.৫৬ বর্গমিটার থাকবে এবং তাতে ৬৮ মুসল্লি নামাজ পড়তে পারবেন।

তা ছাড়া জেদ্দা প্রদেশের হারাত আল-শামের আবু ইনবেহ মসজিদ এবং আল-বালাদ এলাকায় অবস্থিত আল-খাদার মসজিদটি পাঁচ মসজিদ প্রকল্পের অন্তর্ভুক্ত।

৯০০ বছরের বেশি সময় আগে ৩৩৯.৯৮ বর্গ মিটারের আবু ইনবেহ মসজিদটি নির্মিত হয়। সংস্কারের পর এর আয়োতন হবে ৩৩৫.৩১ বর্গ মিটার এবং তাতে ৩৫৭ জন মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবেন।

মসজিদুল হারাম থেকে ৬৬ কিলোমিটার দূরে অবস্থিত আল-খাদার মসজিদটি প্রায় ৭০০ বছর আগে নির্মিত। সংস্কারের পর এর আয়তন হবে ৩৫৫.৯ এবং তা ৩৫৫ জন মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন হবে। আল-জামুম গভর্নরেটের আল-ফাতাহ মসজিদে মক্কা বিজয়ের বছর মহানবী মুহাম্মদ সা. নামাজ পড়েছিলেন।

মসজিদটিও সংস্কার প্রকল্পের অন্তর্ভুক্ত। সংস্কারে পর এর আয়তন হবে ৫৫৩.৫০ বর্গ মিটার এবং তাতে ৩৩৩ মুসল্লি নামাজ পড়তে পারবেন। এ ছাড়া এ প্রকল্পে আছে ৩০০ বছরের পুরনো আল-জুবায়লি মসজিদ। সংস্কারের পর তা ৩১০ বর্গ মিটার হবে এবং তাতে ৪৫ মুসল্লি নামাজ পড়তে পারবেন। মসজিদ উন্নয়ন প্রকল্পের আওতায় সৌদির বিভিন্ন অঞ্চলের সর্বমোট ৩০টি মসজিদ অন্তর্ভুক্ত হবে।

সৌদি আরবের সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরে ঐতিহাসিক মসজিদগুলো মুসল্লিদের জন্য সংস্কার করা এবং এর মূল বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বৃদ্ধি করাই এ প্রকল্পের প্রধান লক্ষ্য। এর আগে গত ৮ এপ্রিল ইসলামের প্রথম মসজিদ পবিত্র কুবা মসজিদ ৫০ হাজার বর্গমিটার সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেছিলেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। তাতে একসঙ্গে ৬৬ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন। সূত্র: এসপিএ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ