শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

জ্বালানি সাশ্রয়: ইসলামিক সংস্কৃতির পথে নতুন সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সায়েঈদা হাবিবা: জ্বালানি সাশ্রয়ে আগামীকাল থেকে সকল সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস খোলা থাকবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

এতদিন সরকারি কর্মীরা অফিস করতেন সকাল ৯টা থেকে বিকাল ৫টা। এখন থেকে ব্যাংকের কাজ চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এতদিন ব্যাংকের দাপ্তরিক কাজের সময় ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এখন সবাইকে সকালে উঠতে হবে। সকালে উঠাই হচ্ছে ইসলামিক সংস্কৃতি। আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হলে অবশ্যই রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে। রাতে তাড়াতাড়ি ঘুমানোর বিষয়ে বিভিন্ন হাদিসে তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া নবী সা. এর সুন্নত হচ্ছে ফজরের পর আর না ঘুমানো।

হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ! আমার উম্মতের জন্য দিনের শুরু বরকতময় করুন। হাদিস বর্ণনাকারী বলেন, এ জন্যই হজরত রাসূলুল্লাহ সা. কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন। হাদিস বর্ণনাকারী হজরত সাখর গামেদি রা. ছিলেন একজন ব্যবসায়ী।

তিনিও তার ব্যবসায়িক কার্যক্রম ভোরবেলা শুরু করতেন। এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন। সুনানে আবু দাউদ: ২৬০৬

সরকারের অফিস সময় এগিয়ে আসার বিষয়টি কিভাবে দেখছেন স্বাধারণ মানুষ। এ বিষয়ে কথা হয় রামপুরা বনশ্রীর গৃহিনী আনোয়ারা বেগমর সঙ্গে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অফিস সময় এক ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত খুবই ভালো একটি সিদ্ধান্ত। বর্তমানে ছেলে মেয়েরা রাতে অনেক দেরি করে ঘুমায় আর এই কারণে সকলে উঠতেও দেরি করে।

এটা সত্যিই খুব বিরক্তকর একটি বিষয়। আমার ছেলেকে আমি গত ছয় মাস চেষ্টা করেও একদিন ফজরের সময় মসজিদে পাঠাতে পারিনি। সরকার যখন অফিস সময় এগিয়ে দিয়েছে তখন সবাইকে বাধ্য হয়ে আগে উঠতে হবে। মানুষ এখন শুধু ইচ্ছা করলেই ফজরের নামাজ পড়ে দিনে সূচনা করতে পারবে।

ব্যাংকার পার্থ কুমার সাহার মতেও সরকারের এই সিদ্ধান্তটা ভালো একটা সিদ্ধান্ত। ব্যাংক এশিয়ার সহকারি ভাইস প্রেসিডেন্ট পার্থ কুমার সাহা বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে বলেন, বর্তমানে আমাদের অফিস সময় হচ্ছে সকাল ১০ থেকে বিকাল ৬টা পর্যন্ত। অফিসের কাজ শেষ করে বের হতে হতে আমাদের আলো আধা ঘণ্টা বা এক ঘণ্টা সময় লেগে যায় অর্থাৎ অফিস থেকে বের হতে হতে সাড়ে ছয়টা বা সাতটা বেজে যায়।

তখন আর সূর্যের আলো থাকে না। তখন আমাদের অতিরিক্ত এসি ও লাইট জ্বালিয়ে কাজ করতে হয়। চারটা পর্যন্ত অফিস হলে আমাদের কাজ শেষ করে বের হতে হয়তো আরো কিছু সময় বেশি লাগবে তখন পুরো কাজটাই দিনের আলোতে শেষ করা যাবে। এছাড়া ব্যাংকে কাজ করার কারণে পার্সনাল লাইফে খুব একটা সময় থাকে না। তো এখন আমরা কিছুটা সময় পাবো। অবশ্য আর্লি অফিসে যেতে হবে। এটাও ঠিক যে আর্লি বের হতে পারবো।

ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. ওলিউর রহমান খান বলেন, সরকারের নতুন এই সিদ্ধান্ত মেনে চললে অনেক হাদিসের উপরই আমল করা সম্ভব হবে। মানুষ অফিস থেকে আগে আগে বাসায় ফিরলে আগে আগে ঘুমাতে পারবেন। আর তাড়াতাড়ি ঘুমালে তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠা সহজ হয়ে যাবে।

তাছাড়া মানুষ এখন ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারবেন। ফজরের পরে কোরআন তেলাওয়াত করে আর ঘুমানোর সুযোগ থাকবে না। ফজরের পরের সময়টা মুমিন ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ তখন রিজিক বন্টন হয়। তখন না ঘুমানোই ভালো। এছাড়া দুনিয়াবিও অনেক উপকার হবে। সবচেয়ে বেশি যে উপকার হবে সেটা হচ্ছে আমাদের বিদ্যুৎ সাশ্রয় হবে।

অনেক ইসলামি স্কলার বলেন, সরকারের অনেক সিদ্ধান্ত নিয়েই সমালোচনা আছে। কিন্তু সকালে এক ঘণ্টা অফিস সময় এগিয়ে আনার সিদ্ধান্তটা একটা যুগান্তকারি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মাধ্যমে ইসলামিক সংস্কৃতির পথে আমরা নতুন করে যাত্রা শুরু করলাম। মানুষ যদি ফজরের পরে না ঘুমায় তাহলেই আল্লাহপাক প্রতিটি পরিবারে বরকত দান করবেন। সেই সঙ্গে আমাদের দেশেও আল্লাহপাক অশেষ রহমত বর্ষণ করবেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ