শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

সুদের চাপে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে সুদের টাকা পরিশোধ করতে না পেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

সুদখোরদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আত্মহননকারী যুবকের নাম ফয়সাল আহমদ সৌরভ (২৫)। তিনি উপজেলার বালিজুরী পাতারি গ্রামের আজিজুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার রাতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে ওই যুবক ফেসবুকে আত্মহত্যার ঘোষণা দিয়ে সুদখোরদের দায়ী করেন। এর কিছুক্ষণ পরই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সৌরভ ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি গলায় ধরি দিলাম তুই রফিকের লাগি, আমাকে কাবু করে লাশ বানাইলি তুই ভালো থাক বেইমান, সফিকের কাছ থেকে এক লাখ টাকা সুদে আনছিলাম, তিন লাখ টাকা দেয়ার পরও এখনো সাড়ে ৩ লাখ টাকা পায়। এই রফিক আর সফিকের লাগি আত্মহত্যা করলাম। ভালো থাক আমার পরিবার। মা ফাইজা আমায় ক্ষমা করো, মা বাবা ভাই বোন আমায় ক্ষমা করো, বউ তোমাকে কিছু বলার নেই ইতি এক কাপুরুষ।’

পুলিশ ও স্বজনরা জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই যুবক নিজ বাড়ির পাশেই একটি গাছে দড়িতে ঝুলছিলেন। পরে তাকে বিশ্বম্ভপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, স্বজনরা রাতে বাড়ির পাশেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সৌরভকে। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মরদেহ বিশ্বম্ভপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে এবং তার ফেসবুকে স্ট্যাটাস ও স্বজনের অভিযোগের প্রেক্ষিতে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ