বুধবার, ১২ মার্চ ২০২৫ ।। ২৭ ফাল্গুন ১৪৩১ ।। ১২ রমজান ১৪৪৬

শিরোনাম :
সাবেক এমপি সোলাইমান সেলিম রিমান্ডে জিকির ও আত্মশুদ্ধি উভয়টাই করতে হবে : মাওলানা আবু সাবের আব্দুল্লাহ লাখো রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই ‘শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের মৌলিক মানবাধিকার’ বাংলাদেশী রেমিটেন্সযোদ্ধাদের সম্মানে কাতার সরকারের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে মহাখালীর সাততলা বস্তিতে তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী ভাঙা প্রেস এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. হামিদুল ইসলাম মাহিম (৮) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় মাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বাবা টেইলার্স মালিক মো. মনির হোসেন বলেন, আমার ছেলে মাদরাসায় পড়াশোনা করে যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

মো. হামিদুল ইসলাম মাহিমের বাড়ি মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার দিঘুলিয়া গ্রামে। স্থানীয় মারকাজুল উলুম মাদরাসায় নাজেরা বিভাগে পড়তো।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ