বুধবার, ১২ মার্চ ২০২৫ ।। ২৭ ফাল্গুন ১৪৩১ ।। ১২ রমজান ১৪৪৬

শিরোনাম :
লাখো রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই ‘শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের মৌলিক মানবাধিকার’ বাংলাদেশী রেমিটেন্সযোদ্ধাদের সম্মানে কাতার সরকারের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে মহাখালীর সাততলা বস্তিতে তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার

ময়মনসিংহ-সিলেট রুটে বাস চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১২ দিন পর বন্ধ থাকার পর আবার ময়মনসিংহ-সিলেট রুটে চলাচল শুরু হয়েছে। তবে সিলেট-নেত্রকোনা রুটে এখনো বাস চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার (১৫ আগস্ট) দুপুরে সিলেট পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জুয়েল কবির পলাশ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার সন্ধ্যা থেকে সিলেট-ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটের বাস চলাচল শুরু হয়েছে। সিলেট-নেত্রকোনা রুটে বাস চলাচল কিছু দিনের মধ্যে শুরু হবে।

শাহ মো. জুয়েল কবির পলাশ বলেন, বিকেলে হবিগঞ্জের একটি হোটেলে সিলেট, নেত্রকোনা ও ময়মনসিংহ মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা আলোচনায় বসেন। আলোচনা শেষে সন্ধ্যার পর থেকে থেকে সিলেট-ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে বাস চালানোর সিদ্ধান্ত নেন। সন্ধ্যার পর এ রুটে কয়েকটি বাস চলাচল করে। আজ থেকে এ রুটে পুরোদমে বাস চলবে।

ময়মনসিংহ জেলা মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বলেন, সিলেট মালিক সমিতি চেয়েছিল তাদের নতুন দুটি বাস সিলেট-নেত্রকোনা-কলমাকান্দা রুটে চলুক। কিন্তু নেত্রকোনা মালিক সমিতি এটি মেনে নেয়নি। তবে সিলেট থেকে নেত্রকোনার বিরিশিরি রুটে বাস চলাচলে রাজি হয়েছে তারা।

উল্লেখ্য, এর আগে সিলেট মালিক সমিতি নেত্রকোনার-কমলাকান্দায় চলাচলের জন্য নতুন দুটি বাস নামায়। তবে নেত্রকোনা মালিক সমিতির নেতারা বাস দুটি চলাচলে রাজি হয়নি। নেত্রকোনা বাস মালিক সমিতির সাথে কিশোরগঞ্জ মালিক সমিতিও যুক্ত হয়। যার ফলে গত ২ আগস্ট থেকে সিলেটের সঙ্গে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার বাস চলাচল বন্ধ রয়েছে।

-এসআর

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ