শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

সিলেটে পাহাড় কাটার দায়ে ৬ জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের জালালাবাদ থানাধীন এলাকায় পাহাড় কাটার অভিযোগে ৬ জনকে ২ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১২ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) লঙ্ঘনের অপরাধে প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এসএমপির মিডিয়া শাখা জানায়, বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে জালালাবাদ থানা এলাকার তারাপুর চা বাগানের পার্শ্ববর্তী পূর্ব উপরপাড়া সাকিনস্থ টিলার পাদদেশে পাহাড় কেটে নিয়ে যাচ্ছেন- এমন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানার এসআই মো. মাহাবুর আলম মণ্ডল, এসআই নিহারেন্দু তালুকদার, এএসআই মো. রেজাউল করিম, এএসআই আব্দুস সালাম অভিযান চালান। অভিযান চলাকালে হাতেনাতে পাহাড় কাটার অপরাধে ৬ জনকে আটক করেন।

পরবর্তীতে শুক্রবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে আটককৃত জনকে ২ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

তারা হলেন- সিলেটের জালালাবাদ থানার উপরপাড়ার পাখি মিয়ার ছেলে সুমন মিয়া (২৮), একই এলাকার সুরুজ মিয়ার ছেলে সামসুল মিয়া (২৫), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুল রহিম (৩২), একই এলাকার আব্দুল মুজিবের ছেলে আজিজুল আহমেদ (৩৮), ওই এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে সাইফুল মিয়া (২৭) ও এয়ারপোর্ট থানার আলী বাহারের ছেলে বিমল গঞ্জু (২১)।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খালেদ মামুন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ