শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

শায়খুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

শায়খুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুরের শাহরাস্তির মেহের উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফ্রি রোগী দেখেন ডা. জহির উদ্দীন আহমদ, ডা. মো: সালি আলআমিন।

চক্ষু শিবিরে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনের সাংসদ মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তির ইউনো হুমায়ুন রশীদ, দোয়া পরিচালনা করেছেন কালিমুল্লাহ জামিল হোসাইন।

সাংসদ মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম অনুষ্ঠানের বক্তব্যে বলেন, আজকের এ মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। যারা এ অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. ভালো মানুষ বলতে যা বুঝায় তিনি তাই ছিলেন। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন তিনি।

তার সন্তানগণ আজ তার মৃত্যুর পরও তার আদর্শকে বুকে ধারণ করে রেখেছেন। দেশ মানুষ ও মানুষের সেবায় তারা কাজ করছে এটা অনেক বড় মনের পরিচয়। তারা আরো অনেক কাজ করুক এটাই কামনা করি।

অনুষ্ঠিতব্য চক্ষু শিবির বিষয়ে ফাউন্ডেশনের পরিচালক ইসমাইল বেলায়েত হুসাইন বলেন, শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর নামে প্রতিষ্ঠত শায়খুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ‘অন্ধ জনে দাও আলাে’ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিবাসীর জন্য চক্ষু রােগীদের ফ্রি চিকিৎসার কার্যক্রম দীর্ঘদিন ধরেই চলে আসছে। আমরা চাই এলাকার বঞ্চিত মানুষ চিকিৎসাসেবা পাক। ইনশাআল্লাহ আরও এরকম খেদমত আল্লাহ যেন এই ফাউন্ডেশন দিয়ে আঞ্জাম দেয়ার তাওফিক দান করেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ