আওয়ার ইসলাম ডেস্ক: ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে সকাল-সন্ধ্যা ডাকা হরতাল প্রত্যাহার করে নিয়েছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১২টার পরপরই হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।
এর আগে বুধবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এক প্রতিবাদ সভায় ভোলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন গোলাম নবী আলমগীর।
হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়ে গোলাম নবী আলমগীর জানান, সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে ভোলায় ডাকা সকাল-সন্ধ্যা হরতার দুপুর ১২টার পর থেকে প্রত্যাহার করা হলো।
অবশ্য এর আগে সকাল ৭টা ৫০ মিনিটের দিকে শহরের মহাজনপট্টি জেলা বিএনপির কার্যালয়ের সামনে ১৫-২০ জন কর্মী একটি ঝটিকা মিছিল বের করে। অন্যদিকে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা বিএনপি কার্যালয়সহ শহরে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।
উল্লেখ্য, গত ৩১ জুলাই ভোলায় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম। ওই সংঘর্ষের ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।
সেই বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভোলা সদর হাসপাতাল এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দু’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার (৩ আগস্ট) বিকেল ৩টায় মারা যান নুরে আলম।
-এএ