শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

ঝিনুক থেকে শিক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. নেয়ামত উল্লাহ: ডিম দেওয়ার পর পুরো বাড়ি তার আওয়াজে সরগরম করে বুঝাতে চায় সে ডিম পেরেছে। মুরগির ডিমের দাম মাত্র দশ টাকা।কিন্তু ঝিনুক যে কোটি কোটি টাকার মুক্তা ধারণ করে সে কিন্তু কোনোদিন কোনো আওয়াজ করে না।ঠিক তেমনি কথা বলা আর না বলার মধ্যে একই পার্থক্য।সমাজে যারা জ্ঞানী তারা মূর্খদের তুলনায় কমই কথা বলে।ঝিনুক শিক্ষা দেয় হে মানুষ!তুমি তো সৃষ্টির সেরা জীব।আমি চুপ থাকার কারণে এত দামী হয়েছি।ঠিক তুমিও যদি আমার মতো চুপ থাকো তাহলে তুমি এর চেয়েও দামী হতে পারবে।

ঝিনুক ভাদ্র মাসের অমাবস্যার রাতে সাগরের কূলে এসে হাঁ করে বসে থাকে এক ফোটা বৃষ্টির আশায়।কারণ বৃষ্টি থেকেই ঝিনুকের সিনায় মুক্তার সৃষ্টি হয়।যখন এক ফোঁটা বৃষ্টি তার মুখে পড়ে তখন সে আবার সাগরের তলদেশে চলে যায়।দিনের তুলনায় রাত অন্ধকার থাকে।আর রাতের মধ্যে অমাবস্যার রাতে সবচেয়ে বেশি অন্ধকার থাকে।ঝিনুক শিক্ষা দেয়,হে মানুষ!রাতের অন্ধকারে যখন চারদিক নিস্তব্ধ থাকে তখন আমি এক ফোঁটা বৃষ্টির জন্য মেহনত করতে থাকি।ঠিক তেমনি তুমিও যদি জীবনে বড় হতে চাও,আল্লাহ তায়ালার প্রিয় বান্দা হতে চাও তাহলে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমে বিভোর থাকে তখন উঠে আল্লাহর কাছে চাও।তাহলে তুমিও দামী হয়ে যাবে।

ঝিনুক যখন কূলে এসে হাঁ করে বসে থাকে তখন হাঁ করা মাত্রই তার মুখে বৃষ্টি পড়ে না।এক ফোঁটা বৃষ্টির জন্য তাকে অনেক সময় দিনকে দিন,মাসকে মাস,বছরকে বছর অপেক্ষা করতে হয়।ঝিনুক শিক্ষা দেয়, হে মানুষ!তুমি যদি আমার মতো দামী হতে চাও তাহলে তোমাকেও আমার মতো দিনকে দিন,মাসকে মাস,বছরকে বছর ধৈর্য ধারণ করতে হবে।আর নিশচয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন।

বৃষ্টির ফোঁটা যখন ঝিনুকের মধ্যে থেকে বন্দি জীবন অতিবাহিত করে তখন একসময় এই বৃষ্টির ফোঁটাই মুক্তায় পরিণত হয়।কিন্তু যেই ফোঁটা সাগরে পড়ে তা পড়া মাত্রই বিলীন হয়ে যায়।ঝিনুক শিক্ষা দেয়,হে মানুষ!বৃষ্টির ফোঁটা আমার মধ্যে আমার আনুকূল্যে থাকার কারণে দামী হয়েছে।বৃষ্টির ফোঁটা যেমন আমার আনুকূল্যে থেকে দামী হয়েছে ঠিক তেমনি তুমি ও যদি দামী হতে চাও তাহলে তুমিও একজন দামী মানুষের আনুকূল্যে থেকে তার পরামর্শে চলো ।তাহলে তুমিও দামী হতে পারবে।

বৃষ্টি সাগরের কিনারায় হয় আবার লোকালয়ে ও হয়।কিন্তু ঝিনুক লোকালয়ে না থেকে সাগরের কিনারায় থাকে।ঝিনুক শিক্ষা দেয়,হে মানুষ!সাগরের কিনারায় পানি থাকে।আর পানি নরম পদার্থ।নরমের সংস্পর্শে থাকলে অন্তরও নরম হয়।ঠিক তেমনি তুমিও নরম এবং বিনয়ী অন্তরের মানুষদের সংস্পর্শে থাকো তাহলে তোমার অন্তরও নরম হবে।ফলে তুমি গরীবদের প্রতি আর কঠোর হবে না।তোমার অন্তর গরীবদের প্রতি সর্বদা সদয় থাকবে।

ঝিনুক সংগ্রহ করে ঝিনুকের মুখে যতই লোহা বা শক্ত কিছু দ্বারা মুখ খোলার জন্য আঘাত করা হোক না কেন ঝিনুক কিন্তু মুখ খোলে না।ঝিনুক শিক্ষা দেয়,হে মানুষ!আমি কারো প্রভাবে প্রভাবান্বিত হই না।অন্যরা আমার প্রভাবে প্রভাবিত হয়।ঠিক তেমনি মুসলমান অন্যের প্রভাবে প্রভাবিত হতে পারে না।অন্যরা মুসলমানদের প্রভাবে প্রভাবিত হবে।এজন্য মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আজানের শুরুতে শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ছিদ্র বন্ধ করে দেয়।কারণ মুয়াজ্জিন এখন সবাইকে আল্লাহর হুকুমের দিকে ডাকছে।এই মুহূর্তে পৃথিবীর কারো কথা শোনার সময় নাই।এই মুহূর্তে পৃথিবীর কারো কথায় সে প্রভাবিত হবে না।তার কথায় সবাইকে প্রভাবিত হতে হবে।আজান হলো একপ্রকার দাওয়াত।পরিপূর্ণ দাওয়াত হলো তুমি অন্যের দ্বারা প্রভাবিত হইয়ো না।বরং অন্যকে তোমার দ্বারা প্রভাবিত করো।

ঝিনুক থেকে যখন মুক্তা সংগ্রহ করা হয় তখন ভাঙ্গা ছাড়া এর থেকে মুক্তা সংগ্রহ করা যায় না।এর ফলে ঝিনুক নিজে মারা গিয়ে আমাদেরকে মুক্তা উপহার দেয়।ঝিনুক শিক্ষা দেয়,হে মানুষ!তুমিও যদি আমার মতো দামী হতে চাও তাহলে তুমিও অপরের কল্যাণে নিজেকে বিলিয়ে দাও।তাহলে তুমিও আমার মতো দামী হতে পারবে।

আল্লাহ তায়ালা আমাদেরকে ঝিনুক থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে তার প্রতিফলন করার তৌফিক দান করুক।আমিন।

লেখক: শিক্ষার্থী, এমবিবিএস (২য় বর্ষ),নেত্রকোনা মেডিকেল কলেজ,নেত্রকোনা।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ