শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি ঘোষণা উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি হেফাজতে ইসলামের সিংগাইরে হেফাজতে ইসলামের গণসমাবেশ ২৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ নিয়ে আলোচনা সভা সোমবার সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’ দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব

আমাদের সামনে ইমরান খান কিছুই না: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানে পিডিএম প্রধান মাওলানা ফজলুর রেহমান বলেছেন, আমাদের সামনে ইমরান খান কিছুৃই না। তাকে হুমকি হিসেবে দেখা উচিত নয়।

এ জন্য তিনি বর্তমান জোট সরকারকে ইন্সট্রাকশন বা নির্দেশিকা অনুসরণ করে চলার পরামর্শ দেন। বলেন, তা না হলে তাদের সামনেই সংকট দেখা দেবে।

জিও নিউজকে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পিটিআই প্রধান ইমরান খানের মূল্য কি সে বিষয়ে তারা জানেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রয়েছে ‘ইউনিটি অব কমান্ডের’ মর্যাদা।

সেই মোতাবেক তাকে চলার পরামর্শ দেন তিনি। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে যেসব অনিয়ম বা দুর্নীতি হয়েছে সে বিষয়ে বর্তমান জোট সরকার নীরব- এ বিষয়ে অভিযোগ করেছেন তিনি।

পিটিআই প্রধান ইমরান খান ও জোটগত দলগুলোর মধ্যে ‘কোমল হস্তক্ষেপের’ মাধ্যমে এস্টাবলিশমেন্ট বা সেনাবাহিনী মধ্যস্থতার বিষয়ে মাওলানা ফজলু বলেন, জোট সরকার কোনো ‘কোমল বা কঠিন হস্তক্ষেপ’ মেনে নেয় না।

আমি দেখতে চাই সেনাবাহিনী, জেনারেলরা এবং বিচার বিভাগ নিরপেক্ষ আছে। প্রতিটি প্রতিষ্ঠানকে তার নিজস্ব সীমারেখার ভিতরে থাকা উচিত। এ সময়ে সেনাবাহিনী এবং বিচার বিভাগের সমর্থন ছিল ইমরান খানের প্রতি- এ অভিযোগ করেন মাওলানা ফজলু। তবে জোট সরকার ক্ষমতায় আসার পর পরই তারা নিরপেক্ষ আছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ