বুধবার, ১২ মার্চ ২০২৫ ।। ২৭ ফাল্গুন ১৪৩১ ।। ১২ রমজান ১৪৪৬


সন্তানের মোবাইল আসক্তি কেড়ে নিল মায়ের প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ময়না ইউনিয়নের বান্দুগ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

দুই সন্তানের জননী ওই গৃহবধূর নাম চায়না বেগম (২৩)। তিনি বান্দুগ্রাম এলাকার মারুফ মোল্লার স্ত্রী।

ময়না ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু মোল্লা জানান, সন্তানদের মোবাইল ব্যবহার করাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে মনোমালিন্যের জেরে স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

তিনি আরও জানান, চায়না বেগম গতকাল বুধবার গভীর রাতে বাড়ির পাশের একটি আমগাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের সদস্যরা চায়না বেগমকে ঘরে না পেয়ে খোঁজাখুজি করে বাড়ির পাশের আম গাছের সঙ্গে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ