বুধবার, ১২ মার্চ ২০২৫ ।। ২৭ ফাল্গুন ১৪৩১ ।। ১২ রমজান ১৪৪৬


ফেনীতে ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনীতে মায়ের সামনে মেয়েকে ধর্ষণের মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল কাশেম, লাতু ও জাহাঙ্গীর আলম।

মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১৩ মে সোনাগাজী উপজেলার সুলতানপুর এলাকা থেকে রাতে মা-মেয়েকে তুলে নিয়ে যায় আবুল কাশেম, লাতু ও জাহাঙ্গীর আলম।

পার্শ্ববর্তী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিয়ে মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করে তারা। সকালে মা বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় প্রদান করে।

এ মামলায় ফারুক নামে আরেক আসামীকে খালাস দেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ