শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

ঘর থেকে কাঁচা মাংসের গন্ধ দূর করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারা দেশে পালিত হচ্ছে ঈদুল আযহা। মুসলিমরা আল্লাহর কাছে নিজেদের ত্যাগ স্বীকার করে কোরবানি করেছে গরু, ছাগল, মহিষসহ কোরবানি যোগ্য অন্যান্য পশু। জবাই দেওয়ার পর ঘরে তুলেছেন কাঁচা মাংস। প্যাকেট করে ফ্রিজে তুলতে তুলতে মাংসের গন্ধে ঘর ভরে যায়। অনেক সময় এ গন্ধ সহজে দূর হয় না। কিন্তু চেষ্টা করলে হবে না, তা কিন্তু নয়। আসুন জেনে নেই কীভাবে ঘর থেকে কাঁচা মাংসের গন্ধ দূর করা যায়-

এক. দুর্গন্ধ দূর করতে সুগন্ধি কাজে লাগান যেতে পারে। এয়ার ফ্রেশনারে কাজ না হলে বিভিন্ন মসলা পণ্য দিয়ে গন্ধ দূর করার চেষ্টা করা যেতে পারে।

দুই. এ ক্ষেত্রে দারুচিনি, চিনি ও মাখন ব্যবহার করা যায়। এ তিনটি পণ্য একসাথে ব্লেন্ড করে বেক করলে কুকির মতো সুগন্ধ ছড়ায়। এতে গরু-ছাগলের কাঁচা মাংসের গন্ধ দূর হয়।

তিন. লবঙ্গ, লেবু ও কমলার খোসা গন্ধ দূর করার দারুণ টোটকা। এই টোটকা তৈরির জন্য সসপ্যানে পানি নিয়ে কিছু লবঙ্গ ফুটিয়ে নিন। এরপর অল্প আঁচে ঘণ্টাখানেক লেবু ও কমলার খোসা পানিতে ফুটিয়ে নিতে হবে। সবগুলোর মিশ্রণে হালকা একটি সুগন্ধি তৈরি হবে, যা ঘরে থাকবে দীর্ঘক্ষণ।

চার. এ ছাড়া কফি ব্লেন্ড করেও ঘরের গন্ধ দূর করা যায়। সাদা ভিনেগার বা বেকিং সোডাও ঘর থেকে কাঁচা মাংসের গন্ধ দূর করতে পারে।

পাঁচ. রান্নাঘর থেকে দুর্গন্ধ দূর করার জন্য এক্সহস্ট ফ্যান চালিয়ে রাখতে পারেন। প্রয়োজনে সগন্ধীযুক্ত মোম জ্বালিয়ে রাখতে পারেন।

ছয়. এয়ার ফ্রেশনার সোপ ঘরের দুর্গন্ধ দূর করার বড় সহায়ক।

সাত. মাংস কাটার পর কাটিং বোর্ড ভিজিয়ে রাখলে গন্ধ চলে যায়।

আট. শুধু যে ঘরে দুর্গন্ধ হয় তাই নয়, মাংস কাটার পর শরীরে বা হাতে গন্ধ থেকে যায়। এ গন্ধ দূর করতে হাতে টুথপেস্ট মেখে কিছুক্ষণ রেখে ঠাণ্ডা পানিতে হাত ধুয়ে ফেললে গন্ধ চলে যাবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ