শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ধনাট্য ও বিত্তশালী হওয়ার কৌশল: হজরত ইবরাহিম বিন আদহাম রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের ৬০. মানুষ যখন তওবার করার বিষয়ে সততার স্তরে পৌঁছে যায়, তখন সে মুনিব (আল্লাহ তায়ালার একনিষ্ঠ বান্দা) হয়ে যায়। এটি হলো, তওবার দ্বিতীয় স্তর। সুতরাং তোমরা আল্লাহ তায়ালার আদেশ-নিষেধ মেনে চলার ক্ষেত্রে আল্লাহ তায়ালাকে ভয় করো। তাফসীরে রুহুল বয়ান: খ. ৭, পৃ. ৩২

৬১. হজরত ইবরাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহু তায়ালা বলেন, আমরা অভাব-অনটন, দরিদ্রতাকে চেয়েছি কিন্তু প্রাচুর্যতা আমাদেরকে স্বাগত জানিয়েছে। আর লোকজন প্রাচুর্যতাকে চেয়েছে কিন্তু অভাব-অনটন তাদেরকে স্বাগত জানিয়েছে। সুতরাং প্রকৃত জ্ঞানীদের কাজ হলো, অন্তরের প্রশান্তি লাভ করা। আর নিজের ইচ্ছাশক্তিকে মিটিয়ে দেওয়া। কারণ, আল্লাহ তায়ালা যা করতে চান, তা-ই করেন। আর এই সম্পর্কে আল্লাহ তায়ালার পূর্ব থেকেই জানা আছে। এবং তিনি সুকৌশলীও। সূত্র: তাফসীরে রুহুল বয়ান: খ. ৭, পৃ. ৩৯

৬২. সবচেয়ে কঠিন জিহাদ হলো, প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা। যে ব্যক্তি নিজের প্রবৃত্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে, সে দুনিয়া ও দুনিয়ার বিপদাপদ থেকে প্রশান্তি লাভ করেছে। সূত্র: আত-তানবীর শরহুল জামিউস সাগীর: খ. ৮, পৃ. ৬১

৬৩. হজরত ইবরাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহু তায়ালা বলেন, দুনিয়ার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অথচ তারা দুনিয়ার প্রকৃত স্বাদ আস্বাদান করতে পারেনি। উনার কাছে জানতে চাওয়া হলো, তারা কী ছেড়ে গেছে? উত্তরে তিনি বলেন, মারেফতের স্বাদ।

(অর্থাৎ আল্লাহ তায়ালার মারফত হাসিলের স্বাদ থেকে তারা বঞ্চিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর যে ব্যক্তি দুনিয়ায় থাকাবস্থায় আল্লাহ তায়ালার মারেফতের স্বাদ পায়নি, সে মূলত দুনিয়ার প্রকৃত স্বাদই পায়নি- সংকলক)

৬৪. যে ব্যক্তি পেটকে সংরক্ষণ করতে পেরেছ সে দীনকে সংরক্ষণ করতে পেরেছে। আর যে ব্যক্তি ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, সে সমস্ত ভালো চরিত্রকে নিজের মধ্যে একত্র করতে পেরেছ। সূত্র: মাজাল্লাতুল বয়ান: খ. ১৩৩, পৃ. ১৬

৬৫. যদি তুমি রাতে ঘুমিয়ে থাকো। দিনে দিশেহারা হয়ে ঘুরো। এবং সর্বদায় গুনাহে লিপ্ত থাকো। তাহলে যিনি তোমার সর্ববিষয়ে দায়িত্ববান (আল্লাহ তায়ালা) তিনি কী করে তোমার উপর সন্তুষ্ট হবেন? সূত্র: মাওকিউল ইসলাম. খ. ৫, পৃ. ২১৭৭

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ