শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

হজরত ইবরাহিম আদহাম রাহ. এর উপদেশবাণী: পর্ব- ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।। ৪১. যে ব্যক্তি আল্লাহ তায়ালাকে সবচেয়ে বেশি ভয় করে, সে আল্লাহ তায়ালার কাছে নিকটবর্তী দুনিয়াবিরাগীদের মধ্যে অন্যতম একজন।

যে ব্যক্তি আল্লাহ তায়ালার সন্তুষ্টের জন্য তার আমলকে সুন্দর করে, সে আল্লাহ তায়ালার কাছে প্রিয় দুনিয়াবিরাগীদের মধ্যে অন্যতম একজন।
যে ব্যক্তি আল্লাহ তায়ালার নিকট তার জন্য বরাদ্দকৃত বস্তুর জন্য বেশি আগ্রহী, সে আল্লাহ তায়ালার কাছে শ্রেষ্ঠ দুনিয়াবিরাগীদের মধ্যে অন্যতম একজন।

যে ব্যক্তি আল্লাহ তায়ালাকে সবচেয়ে বেশি ভয় করে, সে আল্লাহ তায়ালার কাছে মর্যাদার অধিকারী দুনিয়াবিরাগীদের মধ্যে অন্যতম একজন।
যে ব্যক্তি উদার মনের দানশীল। প্রশান্ত মনের অধিকারী। সে আল্লাহ তায়ালার কাছে পরিপূর্ণ দুনিয়াবিরাগীদের মধ্যে অন্যতম একজন।
যে ব্যক্তি সবচেয়ে বিশ^াসী, সে আল্লাহ তায়ালার কাছে কামেল দুনিয়াবিরাগীদের মধ্যে অন্যতম একজন। সূত্র: হিলয়াতুল আওলিয়া: খ. ৮, পৃ. ৭০

৪২. হজরত ইবরাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহু তায়ালা তাঁর দীনি একভাইকে বললেন, হে প্রিয় ভাই! যদি তুমি আল্লাহ তায়ালাকে নিজের বন্ধু বানাতে চাও। আর আল্লাহ তায়ালাও তোমাকে প্রিয় করে নিক। তাহলে তুমি দুনিয়া ও পরকালকে ছেড়ে দাও। এবং এই দুটির দিকে ঝুকে যাওয়া থেকে বিরত থাকে। এই দুটি থেকে নিজেকে ফারেগ করে নাও। তুমি পুরোপুরি নিজেকে আল্লাহ তায়ালার কাছে সপর্দ করে দাও। আল্লাহ তায়ালাও তোমার দিকে পুরোপুরি নজর রাখবেন। এবং তোমার উপর দয়ামায়া করবেন। সূত্র: হিলয়াতুল আওলিয়া: খ. ১০, পৃ. ৮১

৪৩. হজরত ইবরাহিম বিন আদহমা রাহিমাহুল্লাহু তায়ালা বলেন, ক্ষুধা, অভাব-অনটন, অন্তরকে বিগলিত করে দেয়। সূত্র: শুয়াবুল ঈমান: হাদিস- ৫৩১৪

৪৪. যে বান্দা নিজের প্রবৃত্তির চাহিদাকে ভালোবাসে আল্লাহ তায়ালা তাকে সত্যায়ন করবেন না। সূত্র: শুয়াবুল ঈমান: হাদিস- ৬৫৭৬

৪৫. পরহেজগারী বান্দাকে দুনিয়াবিমূখতায় পৌঁছে দেয়। আর দুনিয়াবিমূখতা বান্দাকে আল্লাহ তায়ালার মহব্বতের স্তরে পৌঁছে দেয়। সূত্র: আজ-জুহদুল কাবীর লিল-বায়হাকি: পৃ. ৩১২

৪৬. আল্লাহ তায়ালা এই উম্মতের উপর থেকে বিপদাপদ দূরে রেখেছেন হাদিস পড়–য়াদের হাদিস অন্বেষণের সফর করার কারণে। সূত্র: শারাফু আসহাবিল হাদিস লিল-বাগদাদি: পৃ. ৫৯

৪৭. সন্দেহযুক্ত জিনিস পরিহার করার নাম হলো, তাকওয়া। অনার্থক-অযথা বিষয় পরিহার করার নাম হলো, অতিরিক্ত বিষয় পরিহার করা। সূত্র: আর-রিসালাতুল কুশায়রিয়া: খ. ১, পৃ. ২৩৩

৪৮. মানুষ যদি শান্তি পেতে চায়, তাহলে যেনো সে মাখলুককে নিজের অন্তর থেকে বের করে দেয়। যদি অন্তর থেকে মাখলুকের বিষয়টি বের করে দিয়ে খালিক (সৃষ্টিকর্তা) এর দিকে নিজেকে নিবন্ধ করতে পারে, তাহলে সে শান্তিতে থাকতে পারবে। সূত্র: সিয়ারুস সালাফিস সালিহীন: পৃ. ৯৭০

৪৯. যে ব্যক্তি আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো কিছুকে ত্যাগ করবে, আল্লাহ তায়ালার তাকে এর চেয়েও উত্তম বিনিময় দান করবেন। সূত্র: আল-কাবস ফি শারহিল মুয়াত্তা: পৃ. ২৫৭

৫০. ধনী শ্রেণীর মিসকিনরা শান্তি কামনা করে ভুল করেছে। ফলে তারা নিজেদেরকে কষ্ট-ক্লেষ আর অশান্তির মধ্যে নিপতিত করেছে। সূত্র: আল-মুন্তাখাব মিন মুজামি তারাজিমিস সাময়ানী: পৃ. ৪০৯।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ