শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

কুরবানির পশুতে যে সকল ত্রুটি থাকলেও কুরবানি সহিহ হবে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাফেজ মাওলানা আব্দুল মাজীদ মামুন রাহমানী যেহেতু আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যেই কুরবানি করা হয়; তাই উচিত হলো এমন পশু জবাই করা, যা দেখতে চমৎকার, হৃষ্টপুষ্ট ও মোটাতাজা। কেননা আল্লাহ তায়ালা সূরা আলে-ইমরানের ৯২ নং আয়াতে ইরশাদ করেন
لَنۡ تَنَالُوا الۡبِرَّ حَتّٰی
تُنۡفِقُوۡا مِمَّا تُحِبُّوۡنَ ۬ؕ وَمَا تُنۡفِقُوۡا مِنۡ شَیۡءٍ فَاِنَّ اللّٰہَ بِہٖ عَلِيم

অর্থাৎ তোমরা যা ভালবাস তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনও পুণ্য লাভ করবে না। তোমরা যা কিছু ব্যয় কর আল্লাহ্ অবশ্যই সে সম্বন্ধে সবিশেষ অবহিত।

তথাপিও যদি কোন পরিস্থিতির কারণে ত্রুটিযুক্ত পশু কুরবানি করতে হয়, তাহলে কতটুকু ত্রুটি সহকারে কুরবানি সহিহ হবে? এ পর্বে আমরা এ বিষয়ে সংক্ষেপে লিখব; ইনশাআল্লাহ।

১. কোন প্রাণীর যদি অধিকাংশ দাঁত পড়ে যায় তাহলে সেই প্রাণী দ্বারা কুরবানি করা সহিহ হবে কিনা? উত্তরঃ- প্রাণীটি যদি ঘাস চিবিয়ে খেতে সক্ষম হয় তাহলে তা দ্বারা কুরবানি সহিহ হবে। শরহু মুখতাসারিত ত্বহাবি,৭/৩৫৫ ; বাদায়েউস সানায়ে,৪/২১৫ ; ফাতাওয়া বাযযাযিয়া,৬/২৯৩

২. জন্মগতভাবেই শিং না থাকলে অথবা শিং ভেঙ্গে গেলে সেই প্রাণী দ্বারা কুরবানি সহিহ হবে কিনা? উত্তরঃ- যে পশুর জন্মগতভাবেই শিং ওঠেনি সে পশু দ্বারা কুরবানি করা জায়েয। কুরবানি সহিহ হওয়ার জন্য শিং থাকা জরুরি নয়। এমনিভাবে যে পশুর শিংয়ের অগ্রভাগ ভেঙ্গে গেছে তা দ্বারাও কুরবানী করা জায়েয। হুজ্জিয়াহ ইবনে আদী বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহুকে জিজ্ঞাসা করলাম শিংভাঙ্গা পশু দ্বারা কুরবানি করার বিধান কী? তিনি বললেন এতে কোন অসুবিধা নেই। তিরমিযি শরিফ হাদিস নং-১৫০৩ আল বাহরুর রায়েক,৮/১৭৬; রদ্দুল মুহতার,৬/৩২৩

অবশ্য যদি প্রাণীটির শিং একেবারে গোড়া থেকে ভেঙ্গে থাকে, যার দরুন মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে এ পশু দ্বারা কুরবানি সহিহ হবে না। পক্ষান্তরে শিং ভাঙ্গার কারণে মস্তিষ্কে যদি আঘাত না পৌঁছে থাকে তাহলে তা দ্বারা কুরবানি হবে। মুসনাদে আহমাদ, হাদিস নং-৭৩৪; ইলাউস সুনান,১৭/২৩৭;ফাতাওয়া হিন্দিয়া,৫/২৯৭

৩. কুরবানির পশুকে জবাইয়ের জন্য শুয়ানোর সময় ধস্তাধস্তির একপর্যায়ে পা ভেঙ্গে গেলে তা দ্বারা কুরবানি সহিহ হবে কিনা?
উত্তরঃ- হ্যাঁ, কুরবানির পশুকে জাবাইয়ের সময় শুয়াতে গিয়ে পা ভেঙ্গে গেলে তা দ্বারা কুরবানি করা সহিহ হবে। আল বাহরুরআল বাহরুর রায়েক,৮/১৭৭; আদ্দুররুল মুখতার,৬/৩২৫

৪. কুরবানির পশুর কান বা লেজ কি পরিমাণ না থাকলে বা কাটা থাকলে এর দ্বারা কুরবানি সহিহ হয় না?

উত্তরঃ- কুরবানির পশুর কান বা লেজ অর্ধেক বা তার চেয়ে বেশি না থাকলে, এর দ্বারা কুরবানী করা সহিহ হয় না। যদি অর্ধেকের চেয়ে বেশি অংশ থাকে তাহলে তার দ্বারা কুরবানি করা সহিহ হবে। শরহু মাআনিল আছার,২/২৭১; কিতাবুল আসল,২/৪৯৪; ইলাউস সুনান,১৭/২৪০
৫. ট্রাক থেকে নামানোর সময় পায়ে আঘাত পেয়ে পা ফুলে গেলে এবং স্বাভাবিকভাবে হাঁটতে কষ্ট হলে এমন প্রাণী দ্বারা কুরবানি করা সহিহ হবে কিনা?

উত্তরঃ-হ্যাঁ, এমন প্রাণী দ্বারা কুরবানি করা সহিহ হবে। কেননা পশুটির পা একেবারে ভেঙ্গে যায়নি; বরং শুধুমাত্র আঘাতের কারণে হাঁটতে কষ্ট হচ্ছে। আর এ ধরনের প্রাণী দ্বারা কুরবানি করা সহিহ। আবু দাউদ শরিফ হাদিস নং-২৮০২;তিরমিযি শরিফ হাদিস নং-১৪৯৭;আদ্দুররুল মুখতার,৬/৩২৩;বাদায়েউস সানায়ে,৪/২১৬

৬. কুরবানির পশু জবাই করার সময় ছুরির আঘাতে যদি পশুর চোখ নষ্ট হয়ে যায়, তাহলে সেই পশু দ্বারা কুরবানি করা সহিহ হবে কিনা?
উত্তরঃ-হ্যাঁ,সেই পশু দ্বারা কুরবানি করা সহিহ হবে। কারণ জবাইয়ের সময় ছুরির আঘাত বা অন্য কোন ভাবে পশুর অঙ্গহানি হলেও তাতে কুরবানির কোন ক্ষতি হয়না। বরং এ পশু দ্বারা কুরবানি যথাযথভাবে আদায় হয়ে যায়। বাদায়েউস সানায়ে,৪/২১৬; ফাতাওয়া তাতার খানিয়া,১৭/৪৩২; আলবাহরুর রায়েক,৮/১৭৭

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ