শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই 

দ্বিতীয় বিশ্ব রেকর্ড গড়ল মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম সৌদি আরবের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় মদিনা ইসলামিক ইউনিভার্সিটি ১৭০ টিরও বেশি দেশের শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে।

আরব নিউজের মতে, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত মদিনা বিশ্ববিদ্যালয়টি ২০১৬ সালে প্রথম বিশ্ব রেকর্ড তৈরি করেছিল। কিন্তু এখন বিশ্বের বেশিরভাগ দেশের শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়টি তার নিজস্ব রেকর্ড ভেঙেছে।

বর্তমানে, মদিনা বিশ্ববিদ্যালয়ের নয়টি বিভাগে ১৭০টি দেশের বিশ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। সৌদি সরকার সারা বিশ্বের শিক্ষার্থীদের মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পূর্ণ বৃত্তি প্রদান করে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের টিউশন, বাসস্থান এবং ভ্রমণের খরচ।

মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি ১৯৬১ সালে সৌদি সরকারের একটি রাজকীয় ফরমান জারির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়টি ওয়াহাবি–সালাফি মতাদর্শ ধারণ করে। বিশ্ববিদ্যালয় কেবল মুসলিম পুরুষ শিক্ষার্থীদের শিক্ষাদান করে থাকে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শারীয়াহ কুরআন, দাওয়াত বা উসূল আল দ্বীন, হাদীস এবং আরবি বিষয়ে পড়তে পারবে। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতোকত্তর ও ডক্টরেট এ তিন শ্রেণীতে শিক্ষাদান ও ডিগ্রী প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় এর শাখা, কলেজ অব শরী'আহ তে ইসলামিক আইন বিষয়ে ক্লাস শুরু করার মাধ্যমে এর প্রথম পাঠ কার্যক্রম শুরু হয়েছিল। যে কোন মুসলিম ব্যক্তি স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর থাকার জন্য আনুষঙ্গিক ব্যয়ভার বহন করে। সূত্র: ডেইলি পাকিস্তান ও উইকিপিডিয়া

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ