শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলো খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খেলাফত মজলিসের পক্ষ থেকে সংগঠনের সিলেট জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন দিনব্যাপী ত্রান বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুন) বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও বন্যার্তদের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন।

খেলাফত মজলিস সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট-৩ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব দিলওয়ার হোসাইন দিনভর ইউনিয়নের মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রসুলগঞ্জ বাজার, কলেজ বাজার, পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, কায়েস্তঘাট স্কুল, চৌধুরী বাজার, মুসলিমাবাদ আলিম মাদরাসা, হাড়িয়ারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন সুনাম মাদরাসা আশ্রয় কেন্দ্রেগুলোতে সরাসরি উপস্থিত হয়ে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস সিলেট জেলার উলামা বিষয়ক সম্পাদক ও বালাগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান, বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা হুসাইন আহমদ মিসবাহ, সেক্রেটারি সাংবাদিক আবুল কাশেম অফিক, প্রশিক্ষণ সম্পাদক কবি মীম হুসাইন, শ্রমিক মজলিস উপজেলা সেক্রেটারি এমরান আহমদ, ইউনিয়নের সহ সেক্রেটারি ফয়সাল আহমদ, আব্দুর রহিম, সহ সকল সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ও এলাকার স্বেচ্ছাসেবি গুণীজন।

পর্যায়েক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের আশ্রয় কেন্দ্র ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
এর আগে তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নেও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ