শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই 

মুমতাজ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কওমি মাদরাসা শিক্ষা বোর্ড হাইয়াতুল উলইয়া, বেফাক ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড পরীক্ষায় মুমতাজ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্ব।

বৃহস্পতিবার  পুরানা পল্টনের ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে এই সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম  মুসলিম উম্মাহর নেতৃত্বের ইতিহাস,ঐতিহ্য এবং সংস্কৃতির স্মৃতিচারণ করে বলেন, আমাদের আজ ভাববার সময় এসেছে, কী কারণে আমরা হারালাম আমাদের সোনালি ঐতিহ্য।

আমাদের একটি সমৃদ্ধ অতীত ছিল। যে অতীতে আমরা গোটা বিশ্বের নেতৃত্ব দিয়েছি, মানুষকে নতুনত্ব দিয়েছি। জ্ঞান-বিজ্ঞান, চিকিৎসা, সমাজ ব্যবস্থা, মানুষের আচরণ নিয়ন্ত্রণ সব কিছুই ছিল মুসলমানদের হাতে। আরেক দফা সময় এসেছে আমাদের দায়িত্ব বুঝে নেয়ার।

তিনি একই সাথে পড়াশোনার পাশাপাশি কওমি মাদরাসা শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নেরও বিভিন্ন দিকনির্দেশনা দেন ।

নগর পূর্বের সভাপতি মুহাম্মাদ সাব্বির আহমাদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

তিনি কওমি মাদরাসা শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, জাতি আজ তাদের নেতৃত্ব মেনে নিচ্ছে। তারা দেশের ক্রান্তিলগ্নে সমাজ সেবায় যে ভূমিকা রাখছে এবং দেশের মানুষ যেভাবে তাদের প্রতি আস্থাশীল হচ্ছে, মনে হয় আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে উলামায়ে কেরাম।

তিনি আরও বলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দুর্দান্ত কাজ করছে। দুর্যোগের শুরুতেই তারা ত্রান নিয়ে মানুষের পাশে যাচ্ছে। ত্রাণ কার্যক্রমকে একটা পদ্ধতিগত ব্যবস্থাপনায় নিয়ে এখন তারা বন্যার পেছনের রাজনীতিতে চ্যালেঞ্জ করছে।,দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতাকে আলোচনায় নিয়ে এসে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দুর্যোগের পেছনের বিশ্বরাজনীতিকে সামনে নিয়ে এসেছে।

সভাপতি তার বক্তব্যে বলেন,সরকার কওমি মাদরাসাকে নাম মাত্র স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয় কোন সুযোগ-সুবিধা দিচ্ছে না। তিনি কওমি মাদরাসা শিক্ষার্থীদের বহিঃবিশ্বে উচ্চ শিক্ষার সুযোগ তৈরি করে দিতে এবং তাদের মেধাকে জাতীয় উন্নয়নে কাজে লাগাতে, দেশ-মানবতার কল্যাণ নিয়োজিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

নগর পূর্ব সাধারণ সম্পাদক এম.জসীম খাঁ'র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এশিয়া ডিজিটাল চক্ষু হাসপাতালের চেয়ারম্যান এস.এম. সালাউদ্দিন। এছাড়া নগর পূর্ব সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মাঈনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক রিদওয়ানুল করিম রিয়াদ, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, প্রকাশনা সম্পাদক আব্দুল গফুর মাহমুদী, অর্থ সম্পাদক আবু সুফিয়ান নোমান, কওমি মাদরাসা সম্পাদক আব্দুল কাদির, আলিয়া মাদরাসা সম্পাদক শফিকুল ইসলাম মুহাম্মাদ

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ