শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

হজরত ইবরাহিম বিন আদহাম রাহ. এর উপদেশবাণী: পর্ব-৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের

২৬. অচিরেই এমন সময় আসবে মানুষ দেখতে মানুষের মতোই দেখা যাবে কিন্তু তাদের অন্তর হবে হিংস্রপ্রাণীদের অন্তর। সেই সময়ের যুবকরা হবে চোর। আর বাচ্চারা হবে কঠোর স্বভাবের। মুরব্বীরা সৎ কাজের আদেশ করবে না। অসৎ কাজ থেকে নিষেধ করবে না। সেই সময়ের ফাসেক-খারাপরা সম্মানের পাত্রে পরিণত হয়ে যাবে। আর মুমিনরা তুচ্ছ-তাচ্ছিল্যের স্বীকার হয়ে যাবে। সূত্র: আল-উযলা ওয়াল-ইনফিরাদ লি ইবনি আবিদ দুনিয়া: পৃ. ৪৮

২৭. তোমরা বিশেষকরে বন্ধু-বান্ধব ও ভাই-বেরাদরের সাথে অধিক ওঠাবসা করা থেকে বিরত থাকো। (কারণ, তা মানুষকে দুনিয়ামূখী করে দেয় আর পরকাল থেকে বিমূখ করে দেয়) সূত্র: আল-উযলা ওয়াল-ইনফিরাদ লি ইবনি আবিদ দুনিয়া: পৃ. ৬২

২৮. যে ব্যক্তি মহিলাদের রানকে ভালো পছন্দ করবে সে ব্যক্তি কখনো সফল হতে পারবে না। সূত্র: ইতিলালুল কুলুব লিল খারায়াতি: খ. ১, পৃ. ১১০ ২৯. হজরত ইবরাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহু তায়ালা বলেন, ‘আমরা যখন যুবকদেরকে মজলিসে কথা বলতে শুনতাম, তখন আমরা তাদের থেকে কল্যাণের বিষয়ে হতাশ হয়ে যেতাম। (অর্থাৎ, তাদের দ্বারা জাতির যে কল্যাণ হবে আশা করতাম, সেই আশা থেকে নিরাশ হয়ে যেতাম।

কারণ, তারা তো জাতির কল্যাণের বিষয় নিয়ে ভাবার কথা ছিলো। কিন্তু তারা সেই কাজের কাজ না করে, অনার্থক কাজে লিপ্ত আছে। তাই তাদের দ্বারা জাতি উপকৃত হবে- সেই আশা হারিয়ে ফেলতাম। আশা নিরাশায় পরিণত হয়ে যেতো- সংকলক) সূত্র: মাকারিমুল আখলাক লিল খারায়িতি: পৃ. ২৩৬

৩০. স্থায়ী বিষণ্নতা পরিবারের জন্য সবচেয়ে অসহ্যকর কাজ। এটি এমন একটি রোগ মৃত্যু ছাড়া যা থেকে পরিত্রাণ পাওয়ার কোন উপায় নেই। (তাই বিষণ্নতা থেকে বেঁচে থাকতে হবে- সংকলক) ৩১. আলেমের চুপ থাকা শয়তানের উপর তাঁদের কথা বলার চেয়ে অনেক ভারি। কারণ, সে সহনশীলতার গুণে চুপ থাকার গুণ অর্জন করে। আর ইলমের গুণে চুপ থাকে। এই কারণেই বলা হয়, চুপ থাকা হলো আলেমের জন্য অলংকার। সূত্র: কুতুল কুলুব. খ. ১, পৃ. ২৬৫

৩২. লোকজন থেকে কোনো কিছু গ্রহণ না করার কারণে লোকেরা আমাদেরকে শাসনের সুরে ক্ষোভ প্রকাশ করতো। এমন সময় ঘনিয়ে আমরা গ্রহণ করবো সাথে তাদেরকে শাসনও করবো। অর্থাৎ তাদের উপর আমাদের প্রভাব থাকবে। তবে অচিরেই এমন সময় ঘনিয়ে যখন আমরা তাদের কাছে চাইবো কিন্তু তারা আমাদেরকে কোনো কিছু দেবে না। সূত্র: আল-উযলা লিল-খাত্তাবী: পৃ. ৬৭

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ