সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


‘সেবামূলক প্রতিষ্ঠানের দান-সদকা ঢাকঢোল পিটিয়েই হওয়া উচিত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাব্বির জাদিদ।।

সেবামূলক প্রতিষ্ঠানের দান-সদকা ঢাকঢোল পিটিয়েই হওয়া উচিত।

অনেকে ওয়াজ করতে আসে—ইসলাম বলেছে, এমনভাবে দান করো, তোমার বামহাত যেন টের না পায়।
এই ওয়াজ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, প্রতিষ্ঠানের জন্য নয়।

আস-সুন্নাহ ফাউন্ডেশন যখন কাউকে দান করে, দানটা শায়খ আহমদুল্লাহ করে না, দান করে ফাউন্ডেশনের নেপথ্য দাতারা।

এখানে শায়খ আহমদুল্লাহ সেরেফ বণ্টনকারী। এই বণ্টনে স্বচ্ছতা বজায় রাখতে ঢাকঢোলের প্রয়োজন আছে।
কোনো প্রতিষ্ঠান যদি গোপনে দান করতে থাকে, আব্দুর নূর তুষাররা দুদিন পর বলবে, তোমাদের ফান্ডে টাকা দেব না। তোমরা যে দান করো তার কোনো পোমান নাই।

অতএব, প্রাতিষ্ঠানিক দানের ছবি ভিডিও চলতে থাকুক।

লেখক: তরুণ লেখক ও কথাসাহিত্যিক

আরো পড়ুন: ‘এই শিক্ষকের কাছে অনেক ঋণ আমার’

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ