শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খাগড়াছড়ি-রাঙামাটি পরিদর্শনে যাচ্ছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আল্লামা মাহমুদুল হাসানের আহ্বানে সর্বস্তরের আলেমদের নিয়ে পরামর্শ সভা শুরু মসজিদে শোরগোল নিয়ে রাসূল সা. যেভাবে সতর্ক করেছিলেন ভারতের বিদ্যুৎ বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ জয়পুরহাটে ১৫৫ মণ সরকারি চাল সহ আটক দুই তাপপ্রবাহ নিয়ে নতুন সংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’

মুহাম্মদ সা. কে অবমাননা: ফটিকছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ভারতে হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটূক্তি এবং অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ফটিকছড়িতে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়, বেলা সাড়ে তিনটায় যখন সমাবেশ শুরু হয়; তখন অঝোর ধারায় বৃষ্টি নেমে আসে। কিন্তু আগত ধর্মপ্রাণ জনতা বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশ-মিছিলে অংশ নিতে থাকে।

ফটিকছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আইয়ুব বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা মুফতি হাবিবুর রহমান কাসেমী।

বাস্তবায়ন কমিটির যুগ্ম সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন দৌলতপুরী ও মুফতি আবু মাকনূন মুহাম্মদ আজিজী বাবুনগরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাবুনগর মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি মাহমুদুল হাসান ভুজপুরি,নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা কুতুব উদ্দীন, নানুপুরী,আজাদী বাজার মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুল্লাহ আজাদি, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা হাফেজ মুহাম্মদ ইয়াহইয়া, মাওলানা মাহমুদ শাহ ধর্মপুরী, মুফতি রহিমুল্লাহ শাহনগরী, মাওলানা মুফতি রবীউল হাসান, মাওলানা লোকমান নানুপুরী, মুফতি শওকত বিন হানিফ, মুফতি খালেদ আমতলী, মাওলানা মুজাহিরুল ইসলাম, কারী আবু সাঈদ, মাওলানা আবু তালেব, মাওলানা দিদারুল আলম, মাওলানা শামসুল আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বক্তব্য মুফতি হাবিবুর রহমান কাসেমী বলেন, ভারতের বিজেপির দুই কুলাঙ্গার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটুক্তি করে বিশ্বের দুইশত কোটি মুসলমানদের কলিজায় চরম আঘাত দিয়েছে। ভারত সরকার তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হলে বিশ্বব্যাপী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। সেই দাবানলের ভারত ধ্বংস হবে ইনশাআল্লাহ।

সভাপতির ভাষণে সভাপতির ভাষণে মাওলানা আইয়ুব বাবুনগরী বলেন, সাহাবায়ে কেরাম আমাদের হৃদয়ের স্পন্দন মহানবী সা. এর ইজ্জত-আবরুর হেফাজতের জন্য তারা জান মাল দিয়ে কুরবানী করেছেন। আমরাও মহানবীর ইজ্জতের হেফাজতের জন্য জান-মাল উৎসব করার জন্য প্রস্তুত আছি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ