শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১ চৈত্র ১৪৩১ ।। ১৪ রমজান ১৪৪৬


ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দোকানির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে ফারুক হোসেন (৪৬) নামে এক মুদি দোকানি মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা মোড় এলাকায় ঘটনাটি ঘটে। ফারুক ওই ইউনিয়নের দামদিপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, ফারুক নিজের দোকানের পার্শবর্তী ফিরোজ হোসেনের (৩৫) লন্ড্রি ও ইলেকট্রিক দোকানে নিজ মোবাইল ফোনের চার্জ দিতে যান।

এসময় ফিরোজ ফারুককে নিষেধ করেন। কিন্ত ফারুক কথা না শুনে চার্জ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। ফিরোজ ফারুককে রক্ষা করতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। কিন্তু প্রাণে বেঁচে যান। স্থানীয়রা ফারুককে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ