শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১ চৈত্র ১৪৩১ ।। ১৪ রমজান ১৪৪৬


ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে উদ্ধারকারী দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উসমানগড় এলাকায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় বগি উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ। কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার কার্যক্রম শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

শনিবার দুপুর ১টার দিকে ট্রেনের পাওয়ার সার্ভিসের বগি থেকে আগুনের সূত্রপাতের ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের পর থেকে সারাদেশের সাথে সিলেটের ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শমসেরনগর রেলওয়ের স্টেশন মাস্টার জামাল উদ্দিন বলেন, ট্রেনের বগি উদ্ধারে কাজ চলছে। আগামী এক ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ