শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খাগড়াছড়ি-রাঙামাটি পরিদর্শনে যাচ্ছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আল্লামা মাহমুদুল হাসানের আহ্বানে সর্বস্তরের আলেমদের নিয়ে পরামর্শ সভা শুরু মসজিদে শোরগোল নিয়ে রাসূল সা. যেভাবে সতর্ক করেছিলেন ভারতের বিদ্যুৎ বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ জয়পুরহাটে ১৫৫ মণ সরকারি চাল সহ আটক দুই তাপপ্রবাহ নিয়ে নতুন সংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’

খাগড়াছড়িতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়িতে পুলিশ বাধার মধ্যে দিয়ে তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

শনিবার (১১ জুন) সকাল ১১টায় খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বর থেকে বের হয়ে আদালত সড়কে উঠতে চাইলে ভাঙ্গ ব্রিজ এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। এসময় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদে কয়েক দফা ধস্তাধস্তি হয়।

সেখানে এক সমাবেশ খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলমের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড.মালেক মিন্টু ও যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু।

সমাবেশে বক্তাগণ বলেন, বর্তমানে চতুর্দিকে হাহাকার অবস্থা। শ্রমজীবী নিম্নআয়ের মানুষ চরম অবস্থায় দিন অতিবাহিত করছে। দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে।

তাই অবিলম্বে তেল-গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য কমানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তাগণ।

এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ