বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ।। ২৮ ফাল্গুন ১৪৩১ ।। ১৩ রমজান ১৪৪৬


রাসুল সা. কে অবমাননার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম,
চবি সংবাদদাতা।

ভারতে রাসুল সা. কে অবমাননার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

আজ (৯ জুন) বৃহস্পতিবার বেলা ১১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ভারতে বিজেপি নেতা কর্তৃক রাসূলুল্লাহ সা. কে নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।

সাধারন শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে এক হাজারের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন। নিজেদের হাতে লেখা এবং প্রিন্ট করা ফেস্টুন নিয়ে স্বতর্ফূত অংশগ্রহণ ছিলো চবি শিক্ষার্থীদের।

শান্তিপূর্ণ এই মানববন্ধনে শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে হুঁশিয়ার করে দেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হযরত মুহাম্মাদ সল্লল্লহু আলাইহি ওয়া সাল্লামকে কটুক্তির ব্যাপারে রাষ্ট্রীয় প্রতিবাদ কামনা করেন। তারা নিজের কথায়, শান্তিপূর্ণ স্লোগান নবি সা. এর ভালোবাসা প্রকাশ করেন।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ