শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খাগড়াছড়ি-রাঙামাটি পরিদর্শনে যাচ্ছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আল্লামা মাহমুদুল হাসানের আহ্বানে সর্বস্তরের আলেমদের নিয়ে পরামর্শ সভা শুরু মসজিদে শোরগোল নিয়ে রাসূল সা. যেভাবে সতর্ক করেছিলেন ভারতের বিদ্যুৎ বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ জয়পুরহাটে ১৫৫ মণ সরকারি চাল সহ আটক দুই তাপপ্রবাহ নিয়ে নতুন সংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’

'মানবতার কল্যাণের জন্য ঐশী জ্ঞানের চর্চা ব্যাপক করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল কাশেম অফিক: বেফাকের সাবেক মহাপরিচালক শায়খুল হাদীস অধ্যাপক মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী বলেছেন, ইলমে ওহী তথা ঐশী জ্ঞানের বাহক মানুষ ছাড়া আর কোন বস্তু নয়। মানবতার কল্যাণের জন্যই মহান আল্লাহ মানব জাতিকে ঐশী জ্ঞানের শিক্ষা দিয়েছেন। মানবতার প্রকৃত কল্যাণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা এই ঐশী জ্ঞানেই রয়েছে। তাই এই জ্ঞানের চর্চা ব্যাপক করতে হবে। মানব সমাজে ঐশী জ্ঞানের চর্চা ও গবেষণা যত বেশী হবে, মানব সভ্যতার উন্নয়ন ও প্রকৃত বিকাশ তত ত্বরান্বিত হবে।

আজ সোমবার দুপুরে নগরীর শাহপরান থানা সংলগ্ন মসজিদে আবু বকর রা. এ জামিয়াতুল উলূমিল ইসলামিয়া সিলেটের দাওরায়ে হাদীসের আনুষ্ঠানিক পাঠদান উদ্বোধন উপলক্ষে এক মাহফিলে তিনি এসব কথা বলেন।

জামিয়ার পরিচালক মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে আরো বক্তব্য রাখেন, জামেয়া নূরিয়া ভার্থখলা মাদরাসার প্রিন্সিপ্যাল হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মোহাম্মদ মুনতাসির আলী, বেফাকুল মাদারিসের সহ সভাপতি গহরপুর জামেয়ার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, সদরুজ্জামান খান, দরগাহ মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যাপক মাওলানা আবদুস সবুর, দারুল আমান ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মাওলানা নেহাল আহমদ, লাউয়াই ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, মাওলানা দিলওয়ার হোসাইন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ