শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬


খুলনা দুদক কার্যালয়ে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা বিভাগীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কার্যালয়ের তৃতীয় তলায় একটি কক্ষে আগুন লেগে নথি ও আসবাবপত্র পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ভবনের জানালা থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

দুদকের ডিএডি কামরুজ্জামান জানান, আগুনে আলমারিতে থাকা মূল্যবান ফাইলপত্র বিনষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, বিকেল ৫টায় অফিস ছুটি হওয়ায় বেশিরভাগ কর্মী অফিস ত্যাগ করে বাসায় চলে গিয়েছিলেন। হঠাৎ তৃতীয় তলায় শব্দ হয়। পরে ধোঁয়া বের হতে দেখে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ জানান, অফিসের তিনতলার একটি পুরাতন কক্ষে আগুন লাগে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের লোকেরা জানিয়েছেন।

বয়রা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজিজুর রহমান জানান, একটি কক্ষের ফাইলপত্র সব পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আগুন ছড়াতে পারেনি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ