সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

সাফল্যের ১৮তম বছরে পদার্পন করল আল-জামিআতুল কাসিমিয়া ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাফল্যের ১৮তম বছরে পদার্পন করল আল-জামিআতুল কাসিমিয়া ঢাকা। রাজধানীর মুহাম্মাদপুরের শেখেরটেক আবদুর রফিক হাউজিংয়ে অবস্থিত মাদরাসাটি। জামিআ রাহমানিয়ার সিনিয়র মুহাদ্দিস, শায়খুল হাদীস, বহু গ্রন্থ প্রণেতা মাওলানা নোমান আহমদ রহ. এর প্রতিষ্ঠা করেন।

চলমান বিভাগ সমূহ-

মাদানী নেসাব
১ম বর্ষ-৫ম বর্ষ পর্যন্ত
[ইবতেদায়ী-জালালাইন]

*উস্তাযদের নেগরানীতে তামরীনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।
* আরবী কথোপকথন,লিখন,পঠন ও শ্রবনের মাধ্যমে যোগ্যতা অর্জন।
*মাসিক পরীক্ষার মাধ্যমে পড়াশোনার মান যাচাই।

আরো রয়েছে- আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ।
*সুন্দর ও মানসম্পন্ন তিলাওয়াতের জন্য নিয়মিত মাশকের ব্যবস্থা।
*সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব।

মানসম্মত নাজেরা বিভাগ।
*তাজবিদসহ আরবী লাহানে মাশক করানো হয়।

আদর্শ নূরানী কিন্ডারগার্টেন বিভাগ।
*কোমলমতি বাচ্চাদেরকে দুই বছরে আরবি অক্ষরজ্ঞান থেকে শুরু করে সম্পূর্ণ কুরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত ও প্রাথমিক বাংলা অংক ও ইংরেজি পাঠদান।

বি.দ্র. একঝাঁক নবীন ও প্রবীন মেহনতি শিক্ষক দ্বারা দরস পরিচালিত।
ভর্তির সময় অভিভাবকের উপস্থিতি আবশ্যক।
ভর্তি সংক্রান্ত সকল বিষয় নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন।
অসচ্ছলতা ও অপারগতার ক্ষেত্রে মেধাবী ও মেহনতী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ ছাড়।
ফোনে ভর্তির সুযোগ আছে।

সার্বিক যোগাযোগ: ০১৭১২২২২৩৬৮(নগদ) ০১৯২৪৭৮৮৯০৮ (বিকাশ )

যাতায়াত: মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে বা শ্যামলী নেমে রিকশায় শেখেরটেক ৭ নাম্বার রোডে আহসান উল্লাহ মসজিদের কয়েকটি বাড়ীর পূর্বে আল জামিআতুল কাসিমিয়া।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ