আওয়ার ইসলাম ডেস্ক: আজ মঙ্গলবার ( ১০ মে ) ভিন্ন ধারায় মাদানী নেসাবের অনন্য প্রতিষ্ঠান মাদরাসাতুল ফুনুনে ভর্তি শুরু হয়েছে। প্রথম দিকে ভর্তি হলে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।
মাদরাসাতুল ফুনুন এর আমিনুত তালিম মাহমুদুল হাসান বলেন, এটি মাদানী নেসাব অনুসৃত একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। একঝাঁক নবীন-প্রবীণ প্রাজ্ঞ বিজ্ঞ আলেমগণের নিবিড় পর্যবেক্ষণ ও গভীর তত্ত্বাবধনে পরিচালিত। আমল আখলাক, ফিকির আফকার, তালিম তারবিয়াত, শিক্ষা দীক্ষা সর্বোপরি নববী চেতনায় উজ্জীবিত একটি মানসম্মত প্রতিষ্ঠান। মাদ্রাসার মনোরম পরিবেশ, সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম, রুচি সম্মত খাবারসহ আনুসাঙ্গিক সব কিছুই যে কাউকে মুগ্ধ করবে ইনশাআল্লাহ।
এখানে মাদানী নেসাব এর ১ম, ২য় ও ৩য় বর্ষ। একই সঙ্গে ছাত্রদের জন্য PSC, JSC ও SSC তে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে।
বিভাগ সমূহ -
মাদানী আদব বিভাগ :
দারুল মাআরিফ, মাদরাসাতুল মাদীনাহ এবং মাওলানা সফিউল্লাহ ফুয়াদ এর এক ঝাঁক প্রবীণ শাগরেদদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত।
সে সাথে আমাদের নাহু সরফ বিষয়ে পাঠদান দিবেন ফেনী জামিয়া রশীদিয়া তরজে, দীর্ঘ ত্রিশ থেকে চল্লিশ বছরের সফল ওস্তাদ শাইখ হোসেন আহমদ দা: বা:।
মিডিয়া সাহিত্য ও সাংবাদিকতা বিভাগে :
বছরব্যাপী এই বিভাগ পাঠদান করবেন গুনিজন আলেম লেখক ও খতিমান সাংবাদিকগন। পাশাপাশি ইংরেজি ও বাংলা সাহিত্যের উপর জোর দেওয়া হয়
এই বিভাগে আসন সংখ্যা মাত্র ১০টি।
নূরানী নাজেরা বিভাগ :
বিজ্ঞান সম্মত উপায়ে পাঠদান। প্রতি ২০জন শিক্ষার্থীর জন্য একজন অভিজ্ঞ শিক্ষক।
নূরানী বিভাগ টির সার্বিক তদারকি করবেন
শাইখুল কুররা হোসাইন আহমদ জোয়ারসাহারা হুজুর।
হিফজ রিভিশন বিভাগ :
হাফেজদেরকে জাতিয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো।
আমাদের হিফজ বিভাগ শাইখ আব্দুল হক এর সম্পূর্ণ তত্ত্বাবধানে জোয়ারসাহারা মাদ্রাসার অবিকল পদ্ধতিতে।
হিফজ বিভাগ :
আন্তর্জাতিক মানে পড়ানো হয়। প্রতি ১২জন শিক্ষার্থীর জন্য একজন করে অভিজ্ঞ শিক্ষক।
★প্রি-প্লে থেকে ৫ম শ্রেণী। (স্কুল বিভাগ)
বাংলা, ইংরেজি ও গণিত সহ শিশুদের অত্যাধুনিক মান-সম্পন্ন পড়াশোনা
যোগাযোগ : নূরানী মন্জিল, শান্তিধারা, সাইনবোর্ড। মোবাইল :- ০১৩১২৮৬৯৪০৫
-এডব্লিউ