শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি হেফাজতে ইসলামের সিংগাইরে হেফাজতে ইসলামের গণসমাবেশ ২৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ নিয়ে আলোচনা সভা সোমবার সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’ দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব বারিধারায় হেফাজতে ইসলামের পরামর্শ সভা শুরু ফ্যাসিবাদী সরকারের মূল দায়িত্বের কর্মকর্তারা এখনও অটল রয়ে গেছে

চট্টগ্রামে ১৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের পাহাড়তলীতে একটি গুদাম থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৯ মে) দুপুরে নগরীর পাহাড়তলীতে অভিযান চালিয়ে কারসাজির অভিযোগে একজন ডিলারকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কেনা দামে তেলগুলো বাজারে বিক্রি করে ভোক্তা অধিদফতর।

জানুয়ারিতে উৎপাদিত এসব জব্দ করা তেল রমজানের আগে কিনে সিরাজ সওদাগরের গুদামে সংরক্ষণ করা হয়। তেল মজুতের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সতর্কের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, সিরাজ সওদাগর রমজান মাসের আগে কেনা এসব তেল গুদামে রেখে দিয়েছিলেন। কিন্তু দোকানে তেল ছিল না। মোট এক হাজার ৫০ কার্টনে অন্তত ১৫ হাজার লিটার তেল তিনি গুদামে রেখেছিলেন। আইন অনুযায়ী তাকে জরিমানা করা হয়েছে।

এর আগে চট্টগ্রামে কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে বাড়তি দামে বিক্রির জন্য গোপন জায়গায় বোতলজাত সয়াবিন তেল মজুত করায় একটি দোকানকে রোববার ৪০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর।

ভোক্তা অধিকারের অভিযানকালে, দোকানটির নিচে গোপন গোডাউনে অবৈধভাবে বোতলজাত সয়াবিন তেল মজুত করে রাখার খবর পাওয়া যায়। দোকানের নিচের গোপন জায়গা থেকে এক একটি বোতলজাত সয়াবিন তেলের কার্টন বের করে আনা হয়। এসময় বাড়তি দামে বিক্রির জন্য মজুত রাখা ১ হাজার ৫০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, বাজারে সংকট সৃষ্টি করে বোতলজাত সয়াবিন মজুত করা হয়েছিল। কর্ণফুলী মার্কেটের খুচরা দোকানগুলোতে বোতলজাত সয়াবিন না থাকার খবর পাওয়ার পর এ অভিযান চালানো হয়। খাজা এন্টারপ্রাইজ নামে দোকানটি বেশি দামে বিক্রির জন্য বোতলজাত সয়াবিন মজুত করেছিল।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ