আওয়ার ইসলাম ডেস্ক: মাদরাসা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে আমাদের মাদানী নেসাব মাদরাসার কার্যক্রম শুরু হয়েছে। সন্তানকে একইসাথে মাদরাসা ও জেনারেল শিক্ষায় দক্ষ বানাতে চাইলে আপনার প্রধান পছন্দ হতে পারে এ প্রতিষ্ঠানটি।
দৈনিক ৮০% সময়ে সম্পূর্ণ মাদরাসাতুল মাদীনার সিলেবাস অনুসরণ করা হবে। অবশিষ্ট ২০% সময়ে প্রতিষ্ঠানটির নিজস্ব লিখিত কিছু বই এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বই পড়ানো হবে।
এ প্রতিষ্ঠানের শিক্ষকরা সর্বোচ্চটুকু দিয়ে ছাত্রদের আমল ও আখলাকের সাথে উভয় লাইনে যোগ্যতাসম্পন্ন করার চেষ্টা চালাবে।
যে বিষয়গুলো লক্ষ্য রাখা হবে-
১. হিফজ বিভাগের আদলে ক্লাস ও ক্লাসের বাহিরের সম্পূর্ণ সময় শিক্ষকের উপস্থিতিতে ছাত্রদের অনুশীলন, লেখালেখি ও মুখস্থকরণ।
২. দৈনিক রোযনামচা লেখা। (আরবি, বাংলা, ইংরেজি)
৩. দৈনিক কথোপকথন ও সাপ্তাহিক বক্তৃতা আয়োজন। (আরবি, বাংলা, ইংরেজি)
৪. হাতের লেখার প্রশিক্ষণ। (আরবি, বাংলা, ইংরেজি)
৫. সাপ্তাহিক তরবিয়তী বয়ান।
৬. হাফেয ছাত্রদের হিফজ ইয়াদ ধরে রাখতে হিফজ শিক্ষকের অধীনে দৈনিক ১ ঘণ্টা তিলাওয়াত, শুনানি ও সাপ্তাহিক ছবিনার আয়োজন।
অতিরিক্ত সুযোগ সুবিধা-
১. খাবারের ২৫০০ টাকার পুরোটাই খাবারের পিছনে খরচ করা হবে। প্রতি মাস শেষে অডিট করা হবে। অডিট শেষে ২৫০০/- টাকা থেকে কোনো অবশিষ্ট থাকলে তা ফেরত দেওয়া হবে।
২. জেনারেল সাবজেক্টগুলো অভিজ্ঞ জেনারেল শিক্ষকগণ পড়াবেন।
৩. মাদরাসার পক্ষ থেকেই সরকারি সকল পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে।
মাদানী নেসাবের ১ম বর্ষে নিয়মিত ক্লাস নিবেন মাদরাসাতুল মাদীনার দীর্ঘ ১৭ বছরের সাবেক শিক্ষক মাওলানা মুহাম্মাদ আলী (রাজশাহীর হুজুর)।
ভর্তি ফি: ৪০০০/-
মাসিক খাবার খরচ: ২৫০০/-
আবাসিক খরচ ও বেতন: ১৫০০/-
(সর্বমোট মাসিক প্রদেয়: চার হাজার টাকা)
ঠিকানা: অপরুপা টাওয়ার, ডগাইর বাজার, ডেমরা, ঢাকা।
যাতায়াত: ঢাকার যেকোনো স্থান থেকে যাত্রাবাড়ী হয়ে সাইনবোর্ড এসে উত্তরে অটোরিকশা যোগে ডগাইর বাজারের ২০০ গজ পশ্চিমে।
পরিচালক: যুবায়ের আহমাদ,
ফারেগ, জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা।
সাবেক শিক্ষার্থী, বাইতুস সালাম মাদরাসা, উত্তরা, ঢাকা।
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
যোগাযোগ: 01799780959