বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ।। ২৮ কার্তিক ১৪৩১ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬


শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ভর্তি শুরু আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ঐতিহ্যবাহী গবেষণাধর্মী প্রতিষ্ঠান শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার ১৪৪৩-৪৪ হিজরি শিক্ষাবর্ষের ভর্তি শুরু হচ্ছে আগামীকাল ৮ মে (রোববার) সকাল ৯টা থেকে।

তবে পুরোনো ছাত্রদের ভর্তি আজ শনিবার সকাল থেকেই যথারীতি শুরু হয়েছে।

আগ্রহী তালিবে ইলমকে যথাসময়ে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহবান জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।

জানা যায়, এবছর ইফতা ১ম বিভাগে: ৩৫ জন, উলুমুল হাদিস ১ম বিভাগে: ২০ জন, তাফসির বিভাগে: ১৫ জন, আদব বিভাগে: ৩০ জন, দাওরায়ে হাদিসে: ৬০ জন এবং মিশকাত জামাতে ৫০ জন শিক্ষার্থী ভর্তি নেয়া হবে। তাই কোটা পূরণের পূর্বেই আগ্রহীদের ভর্তি নিশ্চিত করতে হবে।

প্রতিষ্ঠানটির যাবতীয় খরচ বিষয়ে জানা যায়, ভর্তি ফি: ২০০০ (দুই হাজার) টাকা, ফরম: ২০০ টাকা, ষ্টুডেন্ট কার্ড: ২০০ টাকা, মাসিক ফি (যাকাতের উপযুক্ত না হলে) ৩০০০টাকা। আর যাকাতের উপযুক্ত হলে সাধ্যানুযায়ী।

যাতায়াত: ঢাকার যে কোনো জায়গা থেকে কুড়িল বিশ্বরোড নেমে পূর্বদিকে ৪০০মিটার কুড়াতলী বাজার, আল-হেরা টাওয়ার। যোগাযোগ: 01723222241 তা’লীমাত।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ