বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ।। ২৮ কার্তিক ১৪৩১ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬


প্রচেষ্টা-সাফল্যের সাথে ৩য় বছরে পদার্পণ করল মারকাযুল মাআরিফ আল ইসলামিয়া ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার উত্তর বাড্ডা, সাতারকুল রোডে অবস্থিত মারকাযুল মাআরিফ আল ইসলামিয়া ৩য় বছরে পদার্পণ করেছে। নূরানী, হিফজ ও ইফতা বিভাগের মাধ্যমে মারকায সংকীর্ণ পরিসরে পথ চলা শুরু করে। গত শিক্ষাবর্ষে নূরানী বিভাগ থেকে শুরু করে দরসে নেজামীর সর্বোচ্চ ক্লাস তাকমিল (দাওরায়ে হাদিস) ও আত-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা পর্যন্ত একটি পূর্ণাঙ্গ উচ্চতর দ্বীনি শিক্ষা কেন্দ্রে উন্নিত হয়েছে।

শুরু থেকেই মারকায কোরআন-সুন্নাহয় পূর্ণ প্রাজ্ঞ ও দ্বীনের জন্য নিবেদিতপ্রাণ একটি জামাত তৈরীর লক্ষ্যে গতানুগতিক ধারার বাইরে এসে তা'লিম তাআল্লুম ও তারবিয়াত এর ময়দানে কিছু নতুন চেতনা বিকাশে সচেষ্ট রয়েছে। ইতোমধ্যেই মারকায দেশের বরেণ্য ওলামা-মাশায়েখের বেশ আস্থাও অর্জন করেছে।

গত শিক্ষাবর্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বোর্ডের অধীনে অনুষ্ঠিত ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় ও প্রথম বারের মত মারকাযের তিনটি স্তর (মুতাওয়াসসিতাহ, সানাবিয়া উলিয়া এবং ফযিলত) এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অভাবনীয় ভালো রেজাল্ট করেছে। ৮জন মুমতাজ বিভাগে উত্তীর্ণ হয়ে মেধার স্বাক্ষর রেখেছে। গত শিক্ষাবর্ষে ৩০ জন শিক্ষকের অধীনে প্রায় ৩০০ জন ছাত্র অধ্যায়নরত ছিল। চলতি শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটি নতুন ক্যাম্পাসে আরও বৃহৎ পরিসরে ছাত্র ভর্তির প্রস্তুতি নিয়েছে।

মারকাযের বিভাগসমূহ-
এক. আধুনিক পদ্ধতিতে নুরানী মক্তব বিভাগ (১ বছর)।
এ বিভাগে বিশেষ ট্রেনিংপ্রাপ্ত দক্ষ মুআল্লিম দ্বারা শিশু শিক্ষার্থীদের কায়দা, আমপারা , জরুরী মাসায়েল, হাদিস ও প্রাথমিক প্রয়োজনীয় বাংলা, অংক, ইংরেজি শিক্ষা দেয়া হয়।
দুই. উন্নত মানের নাজেরা বিভাগ (সর্বোচ্চ ১বছর)

তিন. আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ।(৩বছর) ।
১. আন্তর্জাতিক মানের দক্ষ হাফেজদের পূর্ণ তত্ত্বাবধানে অনূর্ধ্ব ৩বছরেরে মধ্যে কুরআন হিফজ করানোর চেষ্টা করা হয়।
২. নিয়মিত মশক্বের ক্লাস
৩. আন্তর্জাতিক মানসম্পন্ন ক্বারীদের তেলাওয়াতের নিয়মিত অনুশীলন করানো হয়।
৪. সর্বোপরি ছাত্রদের আমল–আখলাক ও উন্নত চরিত্র গঠনে উস্তাদদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা হয়।
৫. সার্বক্ষণিক সিসি ক্যামেরা মনিটরিং।
৬. ভিআইপি, নন ভিআইপি, দুই সেকশন।

চার. মাদানী নেসাব। (প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ)
--হাফেজ ছাত্রদের জন্য সল্প সময়ে আরাবিয়্যাত কে মুখ্য রেখে সকল মাবাদিয়্যাতের উপর শক্ত ভিত তৈরি করে দেওয়ার জন্য তরুণ যোগ্য উস্তাদবৃন্দের মাধ্যমে জোরদার মেহনত।

পাঁচ. দরসে নেজামী। (হেদায়াতুন্নাহু থেকে দাওরায়ে হাদিস)
ছয়. আত তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা বিভাগ। (মেয়াদ ১ বছর) ।
এটি মারকাযের অতি গুরুত্বপূর্ণ বিভাগ। সুদক্ষ মুফতি ও ইসলামি আইন বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত এ বিভাগে ছাত্রদেরকে ফিকহের যাবতীয় মাসআলা মাসায়েল বের করা ও সমাজে চলমান সমস্যাবলীর শরীয়াভিত্তিক সমাধান দেয়ার লক্ষ্যে যোগ্য মুফতি হিসেবে গড়ে তোলার জন্য নিম্নোক্ত প্রোগ্রামগুলো বাস্তবায়ন করা হয়।
১. সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে ‘মাকালা’ লিখন।
২. ফিকহের জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের গবেষক ইসলামী স্কলারদের মাধ্যমে মাসিক, পাক্ষিক মুহাযারার ব্যবস্থা।
৩. ব্যাংক, বীমা, শেয়ারবাজার, ইসলামের আলোকে বৈধ ব্যবসার নীতিমালাসহ সকল অর্থনৈতিক প্রতিষ্ঠানের শরয়ী মানদণ্ড পাঠদান।
৪. ইসলামি উত্তরাধিকার আইনের উপর বিশেষ গুরুত্ব প্রদান।
৫. দৈনিক দরসের বাইরে নির্ধারিত পরিমাণ মুতালাআ বাধ্যতামূলক।
৬. নিয়মিত ইংরেজি ক্লাশ।
৭. বাংলা ভাষা ও সাহিত্য কর্মশালা। ইত্যাদি।

সাত. আফটার স্কুল মক্তব।
(কিন্ডার গার্ডেন, স্কুল, কলেজ ও ভার্সিটির শিক্ষার্থীদের জন্য ব্যাচ ভিত্তিক বিশুদ্ধ রুপে কোরআন শিক্ষার এক ব্যাতিক্রমধর্মী আয়োজন।
- সকাল - বিকাল একাধিক ব্যাচের ব্যবস্থা।
-কুরআন শিক্ষা ছাড়াও নামায, দুয়া, হাদিস, মাসায়েল, আসমাউল হুসনা,ইমান -কালেমা, ইসলামের ইতিহাসসহ মোট ১২টি মৌলিক বিষয়ের পাঠদান।
- দৈনিক এক ঘন্টা করে সপ্তাহে পাঁচদিন ক্লাস।
আট. ছোটদের জন্য কোরআন শিক্ষা। (দৈনিক মাত্র ১ ঘন্টা)
নয়. পেশাজীবী ও কর্ম ব্যস্তদের জন্য রাত্রিকালীন কোরআন শিক্ষাও ফরজে আইন বিভাগ।(অফ লাইন/অনলাইন)

বি:দ্র: সকল বিভাগে ভর্তি শুরু হবে ৮ মে রোববার থেকে।

সার্বিক যোগাযোগ: ০১৯২৫৬৯৩৩১৫.(দফতরে তালিমাত)

যাতায়াত: ঢাকার যেকোন স্থান থেকে উত্তর বাড্ডা নেমে সাতারকুল রোডে মনপুরা স্কুলের পর ঢাকা টিম্বারের বিপরীত দিকের গলিতে "বড় মাদরাসা"।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ