সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :

পটিয়া মাদরাসায় উলুমুল হাদীস বিভাগে ভর্তি শুরু ৬ শাওয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল-ইসলামিয়া পটিয়ায় ২বছর মেয়াদি উলুমুল হাদীস বিভাগে ভর্তি শুরু হবে আগামী ৬শাওয়াল থেকে জামিয়ার উলুমুল হাদীস বিভাগে ভর্তির বিস্তারিত বিবরণ তুলে ধরা হল:

ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের যােগ্যতা:

দাওরায়ে হাদীসে ১ম বিভাগে (জায়্যিদ জিদ্দান) উত্তীর্ণ হতে হবে।

৬ ভর্তি পরীক্ষায় নির্বাচিত হতে হবে।

শিক্ষার্থীকে অধ্যয়নকালীন সকল ধরণের বাহ্যিক ব্যস্ততা থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে।

পরীক্ষার বিষয়;

লিখিত পরীক্ষায় সহিহ বুখারী ১ম খন্ড,
শরহু নুখবাতিল ফিকার ও সমসাময়িক বিষয়ে আরবী-বাংলা প্রবন্ধ।

এবং মৌখিক পরীক্ষায় যে কোন বিষয়ে প্রশ্ন করা হতে পারে।

ভর্তির সময় নির্বাচনী ফরম বিতরণ: ৬শাওয়াল।

লিখিত পরীক্ষা ৭ শাওয়াল, সকাল ৮টা।

মৌখিক পরীক্ষা : ৭শাওয়াল, বাদ জোহর।

পরীক্ষার ফলাফল : ৮শাওয়াল

যােগাযোেগ শিক্ষা বিভাগ বা উলুমুল হাদীস বিভাগ আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ। Mobile : 01811-920837 E-mail : tahahosain@gmail.com E-mail : jamiapatiya@gmail.com • Website : www.jamiahislamiahpatiya.com

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ