শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

স্বর্ণের যাকাত বর্তমান বাজরের ক্রয়মূল্যে নাকি বিক্রয়মূল্যে আদায় করবো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজার থেকে ইউসুফ নামে একজন জানতে চেয়েছেন, স্বর্ণের যাকাতের বেলায় কী ক্রয় মূল্য হিসেব করা হবে নাকি বিক্রয় মূল্য হিসেব করা হবে ?

যদি ব্যবহৃত স্বর্ণ হয় তাহলে কী বাজারের নতুন স্বর্ণের দর হিসেব করা হবে নাকি ঐ ব্যবহৃত স্বর্ণ বর্তমান বিক্রি করলে যা পাবে ঐ দর হিসেব করে যাকাত দিতে হবে ? কারণ পুরাতন ব্যবহৃত স্বর্ণ বিক্রি করলে নতুন স্বর্ণের বাজার দর পাওয়া যাবে না।

উত্তর: উত্তম হলো, হাতে থাকা স্বর্ণ ক্রয় করতে গেলে যে ক্রয়মূল্য লাগবে সেই মূল্যের উপর যাকাত প্রদান করা।

তবে বিক্রি করতে গেলে যে মূল্য পাওয়া যাবে, সেই মূল্যমান অনুপাতে যাকাত আদায় করলেও যাকাতের ফরজিয়্যাত আদায় হয়ে যাবে।

যেমন হস্তগত থাকা স্বর্ণ পরিমাণ ধরা যাক ৩০০গ্রাম। যা নতুন ক্রয় করতে গেলে কথার কথা পঞ্চাশ হাজার টাকা লাগবে।

আর হাতে থাকা এ ৩০০ গ্রাম স্বর্ণ পুরাতন হওয়ায় বিক্রি করতে গেলে পাওয়া যাবে চল্লিশ হাজার টাকা।

এক্ষেত্রে গরীবের অধিক উপকারের দিকে খেয়াল করে পঞ্চাশ হাজার হিসেব করে যাকাত দেয়া উত্তম।

তবে যদি বিক্রয়মূল্য হিসেবে চল্লিশ হাজারের যাকাত আদায় করে তবুও যাকাত আদায় হয়ে যাবে।

এখন ক্রয় করতে গেলে যত টাকা লাগবে সে হিসেবে যাকাত দেয়া জরুরী নয়। সূত্র: আহলে হক মিডিয়া।

والمعتبر وزنها أداء وجوبها

فى رد المحتار: يعنى يعتبر أن يكون المؤدى قدر الواجب وزنا عند الإمام والثانى… واعتبر محمد الأنفع للفقراء (رد المحتار، كتاب الزكاة، باب زكاة المال، زكريا-3\227، كرتاشى-2\297)

وجاز دفع القيمة فى زكاة،

وفى رد المحتار: ثم إن المعتبر عند محمد الأنفع للفقراء من القدر والقيمة (رد المحتار، كتاب الزكاة، باب وزكاة الغنم، زكريا-3\210-211، كرتاشى-2\285، حاشية الطحطاوى على مراقى الفلاح-724)

وتعتبر القيمة يوم الوجوب وقال: يوم الأداء (الدر المختار مع رد المحتار، زكريا-3\211، كرتاشى-2\276، فتح القدير، كتاب الزكاة، فى العروض-2\219، مصرى)

ويعتبر فيهما أن يكون المؤدى قدر الواجب وزنا… ولو أدى من خلاف جنسه يعتبر القيمة بالإجماع، كذا فى التبينن (الفتاوى الهندية-1\178)

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ