সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :

বেফাক পরীক্ষায় সাফল্য পেয়েছে ‘আয়েশা সিদ্দীকা রা. মহিলা মাদরাসা, মারিয়া, কিশোরগঞ্জ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাওলানা শাহ মুহাম্মদ ইসমাঈল প্রতিষ্ঠিত আয়েশা সিদ্দীকা রা. মহিলা মাদরাসা, মারিয়া, কিশোরগঞ্জ বরাবরের মতো এবারো, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের মেধা তালিকায় স্থান করে নিয়েছে।

জানা যায়, প্রতিষ্ঠানটির মিশকাত জামাতের ৯ জন, শরহে বেকায়া জামাতের ৬ জন,  নাহবেমীর জামাতের ১৮ জন এবং তাইসীর (মক্তব পঞ্চম শ্রেণি)-এর ৩৩ জন শিক্ষার্থী বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায়; জায়গা করে নেয়।

এর মধ্যে তাইসীর (মক্তব পঞ্চম শ্রেণি)তে মেধা তালিকায় সারা বাংলাদেশে সমান নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে ২জন, মিশকাত জামাতে মেধা তালিকায় সারা বাংলাদেশে তৃতীয় স্থান অর্জন করেছে একজন এবংনাহবেমীর জামাতে মেধা তালিকায় সারা বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছে একজন।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ