শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


বেফাকের রেজাল্ট দেখবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

আজ বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দুপুর ২ টায় বোর্ডের কেন্দ্রীয় কার্যলয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় ১৭৭১৪টি মাদরাসার ২৬১৫৯৩ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ২২৫৬৩১ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ১০২৭২৭ জন ও ছাত্রী ১২২৯০৪ জন। মোট পাশ করেছে ১৬৬৬৯১ জন। যার গড় পাশের  হার ৭৩.৮৮। এর মধ্যে মুমতাজ ৩৩৪৩৩ জন, জায়্যিদ জিদ্দান ৩৭৬৬৫ জন, জায়্যিদ ৪০৯০৭, মাকবুল ৫৪৬৮৩ জন।

প্রকাশিত এ ফলাফল দেখা যাবে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইট থেকে। এ বছরের ফলাফলের পিডিএফ দেখতে ক্লিক করুন ক্লিক এখানে (wifaqbd.org)। ব্যক্তিগত ফলাফল দেখতে ভিজিট করুন এখানে (wifaqresult.com)

এক নজরে বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট:-
ফযীলাত পুরুষ-2022 জানতে এখানে ক্লিক করুন।
ফযীলাত মহিলা-2022 জানতে এখানে ক্লিক করুন
সানাবিয়া পুরুষ-2022 জানতে এখানে ক্লিক করুন
সানাবিয়া মহিলা-2022 জানতে এখানে ক্লিক করুন
মুতাওয়াসসিতা পুরুষ-2022 জানতে এখানে ক্লিক করুন
মুতাওয়াসসিতা মহিলা-2022 জানতে এখানে ক্লিক করুন
হিফযুল কুরআন-2022 জানতে এখানে ক্লিক করুন
কিরাআত-2022 জানতে এখানে ক্লিক করুন

উল্লেখ্য, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয় গত ১৬ মার্চ (বুধবার)। ৯ মার্চ থেকে শুরু হয়ে পরীক্ষা পরীক্ষা চলে ৮ দিন ব্যাপী। ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় সব ধরণের অনিয়মরোধে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করে বেফাক।

শরহে বেকায়া, মেশকাত এই দুই জামাতের প্রশ্নপত্র ডিজিটাল পদ্ধতিতে কেন্দ্রে পাঠানো হয়। তবে নাহবেমীর এবং তাইসিরের প্রশ্নপত্রের বিষয়ে এই পদ্ধতি অবলম্বন করা হয়নি।

প্রসঙ্গত, ইতোমধ্যে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশসহ চারটি বোর্ডের রেজাল্ট প্রকাশ হয়েছে। জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড- এর রেজাল্ট প্রকাশ হয়েছে গত ২১ এপ্রিল, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার রেজাল্ট প্রকাশ হয়েছে (২৫ এপ্রিল, ২৩ রমজান) সোমবার। তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার রেজাল্ট প্রকাশ হয়েছে মঙ্গলবার (২৬ এপ্রিল) ২৪ রমজান।

আরও পড়ুন : বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৭৬.৬৯

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ