শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি হেফাজতে ইসলামের সিংগাইরে হেফাজতে ইসলামের গণসমাবেশ ২৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ নিয়ে আলোচনা সভা সোমবার সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’ দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব বারিধারায় হেফাজতে ইসলামের পরামর্শ সভা শুরু

ত্রিশালে ছাত্র জমিয়ত বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তরিকুল ইসলাম মুক্তার: ছাত্র জমিয়ত বাংলাদেশ ত্রিশাল উপজেলার উদ্যোগে “তাক্বওয়া ও নীতি-নৈতিকতা অর্জনে মাহে রমাযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) ত্রিশাল শহরের কুটুমবাড়ি রেস্টুরেন্টে ত্রিশাল উপজেলা সভাপতি আজিজুল হক তালহার সভাপতিত্বে ও উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক গাজী আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ব আলোচনায় সভাপতির বক্তব্যে উপজেলা সভাপতি আজিজুল হক তালহা বলেন, সরকার দলের ছাত্র সংগঠন দেশের বিদ্যাপীঠগুলোকে শিক্ষা ব‍্যবস্থার অনুপোযোগী করে ফেলেছে। যেখানে নির্বিঘ্নে শিক্ষার্থীরা পড়াশোনা করার কথা ছিলো, সেখানে তাদের র‌্যাগিং নামক অত‍্যাচারের ভয়ে তাদের দিন কাটাতে হচ্ছে।

‘হলের সিটগুলো নিজেদের পৈত্রিক সম্পত্তি হিসেবে ভাগাভাগি করার মতো জঘন‍্য কাজে তারা লিপ্ত হয়েছে। তাদের এই অপরাজনীতির বিরুদ্ধে ব্যক্তিগঠনের মিশনে নিজেদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। এই প্রত্যয় নিয়েই ছাত্র জমিয়তের প্রতিষ্ঠা। সুতরাং এই মিশন কে সামনে রেখে প্রতিটি ক্যাম্পাসকে ছাত্র জমিয়তের ঘাঁটিতে পরিণত করতে হবে।’

এসময় অন্যান্য বক্তারা বলেন, দেশের ছাত্রসমাজ আজ ধ্বংসের মুখোমুখি। তাদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়তে প্রতিটি ছাত্র জমিয়ত কর্মীকে নিজেদের ব্যাক্তিজীবনে তাকওয়ার ও নীতি নৈতিকতার চর্চা করে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- ছাত্র জমিয়ত ময়মনসিংহ জেলার সভাপতি আব্দুল আলিম, ময়মনসিংহ মহানগরের সদস‍্য সচিব সাজ্জাদুল কারীম শোয়াইব, উপজেলা জমিয়তের সদস‍্য মোযাম্মেল হক ও উপজেলা যুব জমিয়তের সদস‍্য মুফতি ইমরান হাসান, উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ সভাপতি ইকরামুল হক, উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি আব্দুল আজিজ, উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন সরকার, ময়মনসিংহ মহানগরের সদস‍্য ছাত্রনেতা আরিফ হাসান, ত্রিশাল পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম সরকার সেলিম, যুব মজলিস ত্রিশাল উপজেলার সভাপতি হাবিবুর রহমান হাবিব, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজী মহিউদ্দিন, ত্রিশাল উপজেলা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমদ রনি, উপজেলা ছাত্রদলের সদস‍্য সচিব আবু সালেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ