শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি হেফাজতে ইসলামের সিংগাইরে হেফাজতে ইসলামের গণসমাবেশ ২৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ নিয়ে আলোচনা সভা সোমবার সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’ দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব বারিধারায় হেফাজতে ইসলামের পরামর্শ সভা শুরু ফ্যাসিবাদী সরকারের মূল দায়িত্বের কর্মকর্তারা এখনও অটল রয়ে গেছে

খাগড়াছড়িতে ৪৯৮টি উপকারভোগীর মাঝে জমি ও গৃহ প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

সারাদেশের মতো খাগড়াছড়িতেও মুজিবর্ষ উপলক্ষে "বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না" প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ঈদ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ৪শ’ ৯৮টি উপকারভোগীর মাঝে ঘরের চাবি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার ৯ উপজেলায় তৃতীয় পর্যায়ে খাগড়াছড়ি সদর উপজেলায় ৩৮টি, মহালছড়িতে ২৭টি, দীঘিনালায় ৬০টি, পানছড়ি ৮৭টি, রামগড়ে ৭২টি, গুইমারায় ৪৫টি, মাটিরাঙ্গায় ৫০টি, মানিকছড়ি ৩৫টি ও লক্ষীছড়িতে ৮৪টি ঘর হস্তান্তর করা হবে।

ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন উপজাতীয় ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স'র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)।

খাগড়াছড়ি উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারর সভাপতিত্বে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার মুহা. আবদুল আজিজ, সদর উপজেলা চেয়ারম্যান মুহা. শানে আলম, খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়নের উল্লাস ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়নের তপন বিকাশ ত্রিপুরা, ভাইবোনছড়া ইউনিয়নের সুজন চাকমা, কমলছড়ি ইউনিয়নের সুনীল চাকমাসহ খাগড়াছড়ি জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ