শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

ভুলে ভাড়া না দিয়ে লোকাল বাস থেকে নেমে গেলে পরবর্তীতে করণীয় কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।নাজমুল হাসান সাকিব।।

একজন জানতে চেয়েছেন, রাজধানীর মালিবাগ রেল গেইট থেকে তুরাগ বাসে উঠলাম। রামপুরা ব্রিজ নামলাম। নেমে রাস্তা ক্রস করে এই পার আসার পর মনে হল, কন্ট্রাকটর আমার কাছে ভাড়া খুজেনি আর আমিও ভুলে তাকে ভাড়া দেয়ার কথা ভুলে গিয়েছি। পরে ওই পার তাকিয়ে দেখলাম বাস ততক্ষণে চলে গিয়েছে। এই ঋণ শোধ করার উপায় কী???

উত্তর: যথাসম্ভব উক্ত নির্দিষ্ট বাসটি খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করতে হবে। শত চেষ্টা করেও যদি না পাওয়া যায় তবে উক্ত টাকা বাস কর্তৃপক্ষের মূল মালিকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। সম্ভব না হলে কোনো গরীব/মিসকিন দেখে সদকাহ করে দিতে হবে।

হ্যাঁ যদি পরবর্তীতে কখনো কোনো মাধ্যমে ঐ নির্দিষ্ট বাসটি খুঁজে পাওয়া যায়, তখন তার নিকট থেকে সদকাহ বিষয়ের সম্মতি/অনুমতি নিতে হবে, বা তার থেকে ক্ষমা করে নিতে হবে। নতুবা তার প্রাপ্য তাকে ফিরিয়ে দিতে হবে।

তাছাড়াও আপনার জন্য করণীয় হলো,
১. এমন কাণ্ডের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে৷
২. আগামীতে এসব না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সচেতন হতে হবে৷
(ফাতওয়ায়ে শামী: ৪/২৮৭-২৮৯, আল বাহরুর রায়েক: ৫/১৫২, হেদায়া: ৪/৩৩৯)

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ