শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১ চৈত্র ১৪৩১ ।। ১৪ রমজান ১৪৪৬


নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরের ট্রাকের ধাক্কায় সোহাগ মিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে বিরিশিরি–শ্যামগঞ্জ সড়কের কৃষ্ণেচর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেচর এলাকার হেনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সোহাগ মিয়া বিরিশিরি – শ্যামগঞ্জ সড়কের কৃষ্ণেচর এলাকায় রাস্তা পার হচ্ছিলো। ওই সময় দুর্গাপুরের দিকে আসা একটি দ্রুতগামী ট্রাক সোহাগ মিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশু সোহাগ নিহত হয়।

পরে স্থানীয় উত্তেজিত জনতা ওই গাড়ি ভাংচুরসহ রাস্তায় টায়ার জ্বালিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ