শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১ চৈত্র ১৪৩১ ।। ১৪ রমজান ১৪৪৬


খাগড়াছড়িতে ইসলামী যুব আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান,
খাগড়াছড়ি প্রতিনিধি>

যুব সমাজের উন্নয়ন ও ইনসাফ পূর্ণ সামাজ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪মার্চ)সকাল ১০ টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে জেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ এর সভাপতিত্বে
এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা বশির উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা ড. বেলাল নুর আজিজী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় দফতর সম্পাদক যুবনেতা মুফতি একেএম আব্দুজ জাহের আরেফী।

প্রধান অতিথি বলেন, যুবকরাই দেশের ভবিষ্যত।স্বাধীনতার ৫০বছর পেরিয়ে গেলেও যুবকরা চরম অবহেলার শিকার। এদেশে যুবকদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর ও রাসূল প্রেমিক আদর্শ যুবক তৈরি করার লক্ষ্যে কাজ করছে। আদর্শবান যুবকদের মাধ্যমেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করা সম্ভব। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি মদের লাইসেন্স ও ১০০জন মদখোর একত্রিত হয়ে মদের বার খোলার অনুমতি যুব সমাজের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রের অংশ। যুব সমাজকে সকল অনিইসলামিক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার আহবান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ নুরি মাহমুদী।খাগড়াছড়ি কালেক্টরেট জামে মসজিদের খতীব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা কাউছার আজিজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল কবির আরমান, জেলা শ্রমিক আন্দোলন সাধারণ সম্পাদক মুহাম্মদ আল আমিন, বামুক খাগড়াছড়ি জেলার সাবেক সাধারন সম্পাদক ডা. আনোয়ার হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আমিন শরীফ সওদাগর, পার্বত্য নাগরিক পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ