আওয়ার ইসলাম ডেস্ক: দোকানে ধৃপ কাঠি জালানো শরিয়ত কি বলে
ইসলামে আগরবাতি ও ধূপশলা জ্বালানো বৈধ কি বৈধ নয় তা নির্ভর করে ব্যক্তির বিশ্বাস ও উদ্দেশের উপর। এসব জ্বালানোর পেছনে যদি তার আপত্তিকর কোন বিশ্বাস বা উদ্দেশ্য না থাকে বরং নিছক সুগন্ধি গ্রহণ কিংবা দুর্গন্ধ দূরীকরণই উদ্দেশ হয় তাহলে তাতে কোনো বিধি নিষেধ নেই। যেমন মরদেহ থেকে সৃষ্ট দুর্গন্ধ দূরীকরণের লক্ষে খাটিয়ার চার পাশে আগরবাতি বা এ জাতীয় গন্ধকী বস্তু জ্বালানোর কথা বলা হয়।
ধর্মীয় অনেক অনুষ্ঠানেও আগরবাতি ও গোলাপ জলের ব্যবহার লক্ষ্য করা যায়। এগুলোকে যদি আবশ্যকীয় মনে না করে ব্যবহার করা হয় তাহলে তাতে কোনো সমস্যা নেই।
তবে অনেক সমাজে আগরবাতি ও গোলাপ জলকে আবশ্যকীয় ধর্মীয় অনুষঙ্গ জ্ঞান করে থাকে। এটা নিষিদ্ধ। সমাজের এ আবশ্যকীয় ধারণা বিলুপ্ত করার লক্ষে এগুলোর ব্যবহার পরিহার করাই শ্রেয়। সূত্র: মুসলিম
-এটি