শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই 

ইসলাম গ্রহণ করলেন আর্সেনালের ফুটবলার থমাস পার্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলাম গ্রহণ করেছেন আর্সেনালের হয়ে মাঝ মাঠে খেলা ঘানাইয়ান ফুটবলার থমাস পার্তি (২৮)। ডাচ ফুটবলার ক্ল্যারেন্স সিডর্ফের ইসলাম গ্রহণের অর্ধ মাস পেরোনোর আগেই আরো এক নওমুসলিম ফুটবলারকে দেখল বিশ্ব।

আর্সেনালের ফুটবলারের ইসলাম গ্রহণবৃহস্পতিবার বিকেলে তিনি ইসলাম গ্রহণ করেন বলে আলজাজিরাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। সেগুলো বলছে, ‘মুসলিম অ্যাথলেটস’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সর্বপ্রথম তার ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ করা হয়।

তাতে জানানো হয়, তিনি লন্ডনের একটি ইসলামিক সেন্টারে সেখানের এক আলেমের কাছ থেকে ইসলামে দীক্ষিত হন। ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থমাস পার্তির যে ছবিটি প্রকাশিত হয়, তাতে দেখা যায়- তিনি ওই আলেমের সাথে পবিত্র কুরআন হাতে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন। আর ক্যাপশনে লেখা হয়েছে, ‘থমাস পার্তি ইসলাম গ্রহণ করলেন..আল্লাহ বরকত দান করুন..হে ভাই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত নিজের ইসলাম গ্রহণের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি পার্তি।

উল্লেখ্য, থমাস পার্তি ১৯৯৩ সালে ঘানায় জন্মগ্রহণ করেন। ২০১১–১২ মৌসুমে দেশটির ফুটবল ক্লাব ওদোমেতাহের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ফুটবল জগতে প্রবেশ করেন তিনি। পরে জাতীয় দলে অভিষেক হয় ২০১৬ সালে। ২০২০ সাল থেকে আর্সেনালে খেলছেন। এর আগে আতলেতিকো মাদ্রিদ, আলমেরিয়া, মায়োর্কো ক্লাবে খেলেছেন এই খেলোয়াড়। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ